কোন গানটি সঠিক যাচাই করুন আর ইসলাম প্রচারে সতর্ক থাকুন কারন শত্রুরা পেছনে লেগেই আছে
লিখেছেন লিখেছেন মোহাম্মদ গোলাম ছাকলাইন ১২ ডিসেম্বর, ২০১৪, ০৭:১১:১৫ সন্ধ্যা
আমরা সকলেই ইসলামকে ভালবাসি। বিশেষ করে আমরা যারা ইসলাম ধর্মালম্বী। অবশ্য কিছু ভিন্নধর্মালম্বী ও নিকৃষ্ট ব্যক্তি ছাড়া যারা ইসলামকে অকারনে আঘাত করে। এখানে আমি নিকৃষ্ট ব্যক্তি বলতে এক কথায় নাস্তিক বলতে পারতাম কিন্তু তা বলছিনা কারন সকল নাস্তিক ইসলামকে আঘাত করেনা। আবার অনেক আস্তিকও ইসলামকে আঘাত করে যারা ইসলাম ছাড়া অন্য ধর্মে বিশ্বাস করে। যাইহোক এখানে নাস্তিক-আস্তিক ইস্যূতে লেখা আমার উদ্দেশ্য নয়।
নীচের ভিডিও দুটো দেখুন তার পর বলুন-
মূল ভিডিও (Michael Jackson)
নকল ভিডিও (Michael Jackson)
অথবা Click this link
ইসলামিক গনটির মূল ভিডিও ( Zain Bhikha)
প্রথম ভিডিওটিতে বিল ক্লিনটন উপস্থিত একটি কনসার্টে মাইকেল জ্যাকসন গান করছেন যা একটি ইসলামিক গান। প্রথমে দেখেই মনে হয়েছে এটি সঠিক কি না কারন এমন গান হলে নিশ্চয় তা মিডিয়াতে আসত। আর দ্বিতীয় ভিডিওতে ফেক বা নকল ভিডিওতে দেখতে পাবেন এটি ইউ টিউবে নাই তাই তাই ফেসবুকের বিকল্প একটি লিংক দেওয়া আছে সেখানে দেখতে পাবেন। পরে অনেক খোঁজাখুঁজি করে আসল গায়ককে পেলাম যা তৃতীয় ভিডিওতে পাওয়া যাবে। এখানে- Zain Bhikha নামে একজন সংগীত শিল্পী আছেন যিনি ইসলামীক গান করেন ঐ গানটা তার গাওয়া।
এখানে দুটো বিষয় হতে পারে-
১
কোন ইসলাম প্রেমিক যিনি ইসলামকে খুবই পছন্দ করেন কিন্তু ইসলাম সম্পর্কে কম জানেন। সেজন্য তিনি মাইক্যাল জ্যাকসনের সাথে মেলানোর চেষ্টা করেছেন। তবে এটা ঘটার সম্ভাবনা কম।
২
কোন ইসলাম বিদ্বেষী ব্যক্তি যিনি ইসলামকে পছন্দ করেননা তিনি ইসলামকে ছোট করার জন্য এরকম একটি ভিডিও বাজারে ছেড়েছেন। এরকম ঘটনা ঘটানোর জন্য অনেক ইসলাম বিদ্বেষী আছেন। এটা হওয়ার সম্ভাবনা খুব বেশী।
এখন আমার বক্তব্য শুধূ ইসলাম প্রেমিকদেরকে নিয়ে। ভাই আপনারা যারা ইসলামকে অনেক ভালবাসেন, ইসলামকে প্রচার করতে চান তাদের কাছে অনুরোধ সঠিক ইসলামিক তথ্য যাচায় বাছাই করে তবেই প্রচার করুন। ইসলাম নিয়ে বেশী বেশী গবেষনা করুন, সঠিক ইসলামকে জানুন। তা না হলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হবে।
এই ভিডিওটি হয়তো ইসলামের কোন শত্রুই সোশাল মিডিয়াতে ছেড়েছে যাতে আবেগে আমরা মুসলমানরা এটার প্রচার চালাই। সত্যি যে এটা করেছে সে আপাতত সফল হয়েছে। যদি আমরা মুসলমানরা সতর্ক থাকি তবে ঐসব ইসলাম বিদ্বেষীরা কোনদিনও সফল হতে পারবে না।
মহান আল্লাহ সারা বিশ্বের মুসলিমদের সফলতা দান করুন।
**আমার লেখায় কোন ভুল থাকলে দয়া করে পরামর্শ দিন।
বিষয়: বিবিধ
১১৪৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined variable: count_total_count
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined variable: count_total_count
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : কায়েম কর...........।মন্তব্য করতে লগইন করুন