এমন কেন?
লিখেছেন লিখেছেন রুম্মাম সাকিব রুশো ২৩ ডিসেম্বর, ২০১৫, ০৭:৩৩:১৩ সকাল
বড় অন্ধকার লাগে
যখন তুমি ফিরে যাও নীড়ে
রেখে যাও মোরে একা।
ঘন তমিশ্রাও আলোকিত লাগে
যখন তুমি আসো সম্মুখে
পাই তোমার ঐ মিষ্টি মুখের দেখা।
বড় সুখ জাগে মনে
যখন দুষ্টু মিষ্টি কথা বলো
আপনা থেকেই খিলখিলিয়ে হেসে।
মোর হৃদয় আকাশে তখন
দিনের বেলাও চাঁদ তারা উঠে!
যেমনটা হয় জোৎস্নামাখা রাতে।
বিষয়: বিবিধ
১৪৮১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন