বৃহৎ খেলা
লিখেছেন লিখেছেন রুম্মাম সাকিব রুশো ২৬ ডিসেম্বর, ২০১৪, ১০:২৯:০১ সকাল
নদীর তীরে বালির চরে
দেখি কত শিশু খেলা করে।
তাদের দিকে দৃষ্টি দিতেই
এক চরম সত্য মনে পড়ে।
বালির রেখায় চরের বুকে
তারা তৈরী করে খেলার ঘর।
নিজ হাতে গড়ে, নিজ হাতে ভাঙে
এক ক্ষনস্থায়ী খেলায় মাতায় চর।
পৃথীবির বুকে চলে কত খেলা
ভাঙা গড়া চলে সর্বক্ষণ।
পৃথীবি একটি ক্ষনস্থায়ী খেলাঘর
যার খেলোয়াড় সকল মানুষজন।
বিষয়: সাহিত্য
১৩৯৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন