আহ্বান
লিখেছেন লিখেছেন রুম্মাম সাকিব রুশো ২২ ডিসেম্বর, ২০১৪, ১০:৩৬:৪১ সকাল
হে তরুণ,
তুমি যেওনা ওখানে।
ঐ রহস্যময়ী নারীর কাছে।
যারা দিনে একরুপ, রাতে অন্য
হৃদয়ে যাদের দুটি রুপ আছে।
যারা একবার ফুলের মত
সুবাস বিলায় মানব হৃদয়ে।
সর্পিনীর নীল বিষে কখনো
শরীর ভরে দেয় ছোবল দিয়ে।
যারা শরীর মন নিয়ে ফেরি করে
বিকিয়ে নিজেদের সস্তায়।
অবৈধ সুখে জ্বলে, জ্বালিয়ে
অবশেসে গিয়ে পস্তায়।
বিষয়: সাহিত্য
১৫৫০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিকিয়ে নিজেদের সস্তায়।
অবৈধ সুখে জ্বলে, জ্বালিয়ে
অবশেসে গিয়ে পস্তায়।
সুপার , অনেক ভালো লাগলো । ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন