ইচ্ছে করে
লিখেছেন লিখেছেন রুম্মাম সাকিব রুশো ১৯ ডিসেম্বর, ২০১৪, ০৬:৩৭:৪১ সন্ধ্যা
পাখি হয়ে উড়ে হৃদয় আমার
যায় দূর দেশের ঐ অচিনপুরে।
যেথায় সোনার ময়না বন্দি থেকে
বিরহগীতি গায় আপন সুরে।
স্বাধীন মনের মিষ্টি পাখি
অধীন হয়ে বন্দি খাঁচায়।
বুকে ব্যথা, মুখে নেইকো কথা।
মন দূর দিগন্তে উড়ে যেতে চায়।
নিশীথে দিবসে শয়নে স্বপনে
শুনতে পাই তার বিরহের সুর।
হৃদয় আমার করে আনচান,
বুকের মাঝে তা করে ভাংচুর।
ইচ্ছে করে পাখি হয়ে গিয়ে
উড়ে যাই স্বদেহে অচিনপুরে।
খাঁচা ভেঙে করি মুক্ত তারে, যেন পারে
মিলনের গান গায়তে স্বাধীন সুরে।
বিষয়: সাহিত্য
২৭১৮ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
উড়ে যাই স্বদেহে অচিনপুরে।
খাঁচা ভেঙে করি মুক্ত তারে, যেন পারে
মিলনের গান গায়তে স্বাধীন সুরে।
অধীন হয়ে বন্দি খাঁচায়।
বুকে ব্যথা, মুখে নেইকো কথা।
মন দূর দিগন্তে উড়ে যেতে চায় ।
খুব ভালো লাগলো । ধন্যবাদ ।
"কিরে ভাই, আগেত পাখি,
পাখির খাচা এগুলো দেখি নাই"
আমি বলি "খাঁচার ভিতর ওচিন পাখি
এডিটেই আসে যায়"।
অদৃশ্য এক বন্দিখানায় স্বাধীনতা খুজি!
কোথায় তুমি স্বাধীনতা? পাব না আর বুঝি??
অনেক অনেক ধন্যবাদ।
হৃদয় থেকেই বলছি সত্যি
এতে কিঞ্চিৎ নেইকো খাদ।
মন্তব্য করতে লগইন করুন