একটি গোলাপ কুঁড়ি
লিখেছেন লিখেছেন রুম্মাম সাকিব রুশো ১৮ ডিসেম্বর, ২০১৪, ০৮:৪৫:১৮ সকাল
গোলাপ ঝাড়ের একটি চিকন ডালে
দেখিলাম আজ একটি গোলাপ কুঁড়ি।
রুপ সৌন্দর্য্যে নেইকো তাহার জুড়ি
নেচে নেচে যাচ্ছে বাতাসের তালে তালে।
মোর হৃদয় শিলীমূখ আনন্দিত তা দেখে
সুখের আবেশে কাঁপিতেছে থেকে থেকে।
দিশেহারা হয়ে জড়িয়েছে আচম্বিতে
তাহার সুতিব্র মায়াবী রুপের জালে।
বিষয়: সাহিত্য
১৫৫১ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দেখিলাম আজ একটি গোলাপ কুঁড়ি"
গোলাপ ঝাড়ের অনেক গোলাপ ফুলের মাঝে একটি ফুল আমার মন চুরি করেছে, সবগুলো পারেনি। তাই আমি একটি গোলাপ কুঁড়ির কথায় ভাবছি। হ্যা ঐ গোলাপ কুঁড়িটির কথা। শুধু সেই একটির।
Thank you for your exceellent observation.
সুখের আবেশে কাঁপিতেছে থেকে থেকে।
nice,
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
মন্তব্য করতে লগইন করুন