সংসার
লিখেছেন লিখেছেন রুম্মাম সাকিব রুশো ১৫ ডিসেম্বর, ২০১৪, ০৮:১৯:০৯ সকাল
জীবনের মোহ মায়া
পূর্ণতা পায় যেথা
শুনেছো কি নাম তার?
সংসার, সংসার
তারই নাম সংসার।
সুখ আছে, দুঃখ আছে
কামনা ও ভোগ আছে,
অট্টহাসির মাঝে
রোল আছে কান্নার।
সংসার, সংসার
তারই নাম সংসার।
স্বপ্ন আর সাধ্যের
দ্বন্দ্বটা যেখানে
চলে নিরন্তর।
নেই কোন শেষ তার।
সংসার, সংসার
তারই নাম সংসার।
আশা আর হতাশা
একসাথে বাধে বাসা।
পাওয়া না পাওয়ার গানে
মুখরিত চারিধার।
সংসার, সংসার
তারই নাম সংসার।
এত ক্লেশ, এত দুঃখ
তার মাঝেই মহাসুখ।
বর্ণালী মায়া ছিঁড়ে
যার শেষ পরপার।
মায়াবিনী অধরা সে
তারই নাম সংসার।
বিষয়: সাহিত্য
১১৭৩ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সংসার সংসার
চমৎকার চমৎকার!
সংসার সংসার
চমৎকার চমৎকার!
টক মিঠা মিশ্রণে
অদ্ভুত স্বাদ তার।
কমেন্ট টা মজাদার।
হাসি-কান্না, মান-অভিমানে একাকার
বন্ধ মনের জানালা কভু উন্মুক্ত দুয়ার
সব মিলে মিশে গড়ে ওঠে সংসার...
অনেক অনেক ভালো লাগলো আপনার কবিতাটি......
হাসি-কান্না, মান-অভিমানে একাকার
বন্ধ মনের জানালা কভু উন্মুক্ত দুয়ার
সব মিলে মিশে গড়ে ওঠে সংসার"
আপনার এই চার লাইন 'সংসার'এ নতুন মাত্রা যোগ করেছে। অনেক অনেক ধন্যবাদ চমৎকার কমেন্ট করার জন্য।
মন্তব্য করতে লগইন করুন