শীতের সকাল (২য় অংশ)
লিখেছেন লিখেছেন রুম্মাম সাকিব রুশো ১০ ডিসেম্বর, ২০১৪, ০৮:০৯:৪৪ সকাল
টিনের চালে, ঘাসের ডগায় জমে শিশির বিন্দু
ভোরের আলোয় তা করে ঝলমল।
বাতাসে ভেসে আসছে রসালো মিষ্টি গন্ধ
দূরে কোথাও খেজুর রসে বুঝি দেয়া হচ্ছে জ্বাল।
মুগ, মসুর, কলাই আর ছোলা অড়হড় বুনতে হবে
সময় মত ক্ষেত প্রস্তুত চাই।
হিমগর্ভ ঠান্ডা বাতাস মাঝেও কৃষানেরা তাই
বলদ হাকিয়ে নিয়ে মাঠপানে ধায়।
শীতের এই সকাল যেন এক সদ্য বিধবা
যার ব্যথাতুর মুখ খানি দিগন্ত বিস্তৃত কুয়াশায় ঢাকা।
বিধবার নিত্য বসন সাদা কাপড় গায়ে জড়িয়ে সে যেন
দিগন্তের গা ঘেঁসে ধীরমন্থর পায়ে চলছে একা।
চলবে..........
প্রথম অংশ পড়তে প্লিজ এখানে ক্লিক করুন
বিষয়: বিবিধ
২৬৪১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন