শীতের সকাল (২য় অংশ)

লিখেছেন লিখেছেন রুম্মাম সাকিব রুশো ১০ ডিসেম্বর, ২০১৪, ০৮:০৯:৪৪ সকাল



টিনের চালে, ঘাসের ডগায় জমে শিশির বিন্দু

ভোরের আলোয় তা করে ঝলমল।

বাতাসে ভেসে আসছে রসালো মিষ্টি গন্ধ

দূরে কোথাও খেজুর রসে বুঝি দেয়া হচ্ছে জ্বাল।



মুগ, মসুর, কলাই আর ছোলা অড়হড় বুনতে হবে

সময় মত ক্ষেত প্রস্তুত চাই।

হিমগর্ভ ঠান্ডা বাতাস মাঝেও কৃষানেরা তাই

বলদ হাকিয়ে নিয়ে মাঠপানে ধায়।



শীতের এই সকাল যেন এক সদ্য বিধবা

যার ব্যথাতুর মুখ খানি দিগন্ত বিস্তৃত কুয়াশায় ঢাকা।

বিধবার নিত্য বসন সাদা কাপড় গায়ে জড়িয়ে সে যেন

দিগন্তের গা ঘেঁসে ধীরমন্থর পায়ে চলছে একা।



চলবে..........

প্রথম অংশ পড়তে প্লিজ এখানে ক্লিক করুন

বিষয়: বিবিধ

২৬৩০ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

292935
১০ ডিসেম্বর ২০১৪ সকাল ০৯:৫৯
ফাতিমা মারিয়াম লিখেছেন : বেশ সুন্দর হয়েছে Thumbs Up Rose
292941
১০ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:১০
রুম্মাম সাকিব রুশো লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে, শীতের সকালে ঢুঁ মেরে যাওয়ার জন্য।
292946
১০ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:১৯
আব্দুল গাফফার লিখেছেন : খুবি ভালো লাগলো, শুভ সকাল Good Luck Good Luck
১০ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:১৪
236584
রুম্মাম সাকিব রুশো লিখেছেন : শীতের সকাল কারো ভালো লাগার কারণ হয়েছে জেনে সত্যি খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।
292962
১০ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:২৯
বৃত্তের বাইরে লিখেছেন : কুয়াশা, শিশির ভেজা ঘাস প্লাস কবিতা সবই চমত্কার হয়েছে। ভালো লাগলো Star Rose Good Luck
292978
১০ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:৫৪
রুম্মাম সাকিব রুশো লিখেছেন : আপনাদের ভালোলাগা আমার উপর অনুপ্রেরণার শিশির হয়ে ঝরে পড়ে আমাকে প্রাণচঞ্চল করে। ধন্যবাদ আপনাকে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File