প্রতিবাদ প্রয়োজন

লিখেছেন লিখেছেন সাজেদুল ইসলাম ২৩ এপ্রিল, ২০১৮, ০৯:১৪:৩২ রাত

আর কতকাল নীরব থেকে

সহ্য করা যায়,

চোখের সামনে ধর্ম বিক্রি

করে যখন খায়।

.

প্রতিবাদের আওয়াজ তুলো

কণ্ঠ করো ভারী,

ভন্ডের উপর করতে হবে

কঠিন শাস্তি জারী।

.

ভন্ডরা সব এক হয়ে আজ

ধর্মে লাগায় কালি,

বিধর্মীরা আড়াল থেকেই

দেয় যে হাতে তালি।

.

পাঞ্জাবী আর থাকলে দাঁড়ি

হয় না যে মুসলমান,

বুকের ভেতর থাকা লাগে

শীশা সম ঈমান।

.

সবাই মিলে বিভেদ ভুলে

নামতে হবে মাঠে,

মুখোশধারীর মুখোশটাকে

ভাঙতে হবে হাটে।

বিষয়: বিবিধ

৭৯৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

385160
২৪ এপ্রিল ২০১৮ রাত ১২:১৬
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : বাহ বেশ সুন্দর! কবিতা ও হল। ঈমানী জজবা ও জাগানো হল। অনেক ধন্যবাদ।
২৪ এপ্রিল ২০১৮ সন্ধ্যা ০৭:১৬
317593
সাজেদুল ইসলাম লিখেছেন : জাযাকাল্লাহ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File