হযরত আব্দুল্লাহ ইবনে আমর (রা)-এর জীবনী।

লিখেছেন লিখেছেন সাজেদুল ইসলাম ২৪ জুন, ২০১৫, ১২:৫২:৪৪ রাত

নাম ও পরিচিতি: তাঁর নাম আব্দুল্লাহ,উপনাম আবু মুহাম্মদ,আবু আবদুর রহমান,পিতার নাম আমর ইবনুল আস,মাতার নাম রীতা বিনতে মুনাব্বেহ।

ইসলাম গ্রহণ:তিনি তার পিতার পূর্বেই ইসলাম গ্রহণ করেন।তার ইসলাম গ্রহণের পর তার পিতা ৫ম অথবা ৮ম হিজরীতে ইসলাম গ্রহণ করেন।

যুদ্ধে অংশগ্রহণ:রাসূল (সা)-এর জীবদ্দশায় প্রায় সকল যুদ্ধেই তিনি অংশগ্রহণ করেন।ইয়ারমুকের যুদ্ধে তার বিশেষ ভূমিকা ছিল।তিনি সিফফিনের যুদ্ধে পিতার চাপে হযরত মুয়াবিয়া (রা)-এর পক্ষাবলম্বন করেছিলেন।এ কারণে তিনি আমরণ অনুশোচনায় জর্জরিত ছিলেন।

হাদিসশাস্ত্রে অবদান:তিনি হাদিসশাস্ত্রের একজন লেখক ছিলেন।হাদিসশাস্ত্রে তার লিখিত “সাদেকা” নামক একটি রিসালা রয়েছে।তিনি ৬০০ মতান্তরে ৭০০ হাদিস বর্ণনা করেছেন।

কৃতিত্ব:তিনি একজন আবেদ,আলেম ও কুরআনে হাফেজ ছিলেন।রাতের অন্ধকারে বাতি নিভিয়ে আল্লাহর ভয়ে কান্নাকাটি করতেন।অধিক কান্নাকাটির কারণে তার চোখের পাতা নষ্ট হয়ে গিয়েছিল।

ইন্তেকাল:বিশুদ্ধ মতে তিনি ৬৫ হিজরীতে ৭২ বছর বয়সে মিশরের ফুসসাত নগরীতে ইন্তেকাল করেন।স্বীয় আবাসস্থলেই তাকে সমাহিত করা হয়।

বিষয়: বিবিধ

২০৫৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

327267
২৪ জুন ২০১৫ রাত ০২:৫৬
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
327268
২৪ জুন ২০১৫ রাত ০৩:০৩
সাদাচোখে লিখেছেন : আসসালামুআলাইকুম। লিখাটির কলেবর বড় বেশী ছোট হওয়ায় পড়ার পর যেন অতৃপ্তি থেকে গেল।

আল্লাহ আপনার সময়ে বরকত দিন - যাতে আমরা আরো একটু লম্বা লিখা পাই এবং আরো বেশী পারসোনালাইজড লিখা পাই। ধন্যবাদ।
327274
২৪ জুন ২০১৫ রাত ০৩:৪৪
মোঃ মাকছুদুর রহমান লিখেছেন : অনেক ভালো লাগলো! অবশ্যই কিছু ধন্যবাদ দিতেই পারি! Big Grin
327275
২৪ জুন ২০১৫ রাত ০৩:৫৬
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ। তবে ছোট হয়ে গেল
327302
২৪ জুন ২০১৫ দুপুর ০২:৩১
আবু জারীর লিখেছেন : ভালো লাগলো
ধন্যবাদ
327494
২৫ জুন ২০১৫ রাত ১১:৩৬
সাজেদুল ইসলাম লিখেছেন : ধন্যবাদ সবাইকে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File