আবদুল্লাহ ইবনে ওমর (রা)এর জীবনী।

লিখেছেন লিখেছেন সাজেদুল ইসলাম ২৩ জুন, ২০১৫, ১২:৩২:২১ রাত

•নাম:নাম আব্দুল্লাহ,পিতার নাম:ওমর ইবনুল খাত্তাব,মাতার নাম:যয়নব বিনতে মাযউন।তিনি কুরাইশ বংশোদ্ভূত একজন সাহাবী।

•জন্ম ও বংশ:তিনি রাসূল(সা)এর নবুয়ত প্রাপ্তির একবছর পূর্বে ৬০৯খ্রিষ্টাব্দে পবিত্র মক্কায় জন্মগ্রহণ করেন।তাঁর নবম পুরুষ গিয়ে রাসূল(সা)এর বংশের সাথে মিলিত হয়েছে।

•ইসলাম গ্রহণ:তিনি অত্যন্ত ছোট বয়সে পবিত্র মক্কা নগরীতে তাঁর পিতার সাথে ইসলাম গ্রহণ করেন।তিনি স্বীয় পিতার সাথে মদিনায় হিজরত করেন।

•বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ:তিনি বয়সে অত্যন্ত ছোট ছিলেন বলে বদরও উহুদ যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি।তিনি সর্বপ্রথম খন্দক এবং পরবর্তীতে প্রায় সকল যুদ্ধে অংশগ্রহণ করেন।

•বর্ণিত হাদিস:তিনি মহানবী (সা)হতে সর্বমোট ২৬৩০টি হাদিস বর্ণনা করেছেন।তাঁর নিকট হতে অনেকেই হাদিস বর্ণনা করেন।তিনি সর্বাধিক হাদিস বর্ণনাকারিদের একজন।

•স্বভাব চরিত্র:তিনি বহু গুণের অধিকারী ছিলেন।রাসূল(সা)এর সুন্নাহর অনুসরণ,খোদাভীতি,বদান্যতা,স্পষ্টবাদিতা প্রভৃতি গুণে তিনি ছিলেন গুণাণ্বিত।

•ইন্তেকাল:হিজরী ৭৩ সালে মক্কার নিকটবর্তী “কাখ”নামক স্থানে তিনি ৮৪ মতান্তরে ৮৬ বছর বয়সে ইন্তেকাল করেন।

•জানাযা ও দাফন:তাঁর জানাযায় ইমামতি করেন হাজ্জাজ ইবনে ইউসূফ।তাঁকে মুজাহিদদের কবরস্থান যি-তাওয়াতে দাফন করা হয়।

বিষয়: বিবিধ

৬৪৪১ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

327169
২৩ জুন ২০১৫ রাত ০৪:০৫
মোঃ মাকছুদুর রহমান লিখেছেন : অনেক অসাধারন করে লিখছেন, ধন্যবাদ!
২৩ জুন ২০১৫ দুপুর ১২:৫২
269427
সাজেদুল ইসলাম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ!
327209
২৩ জুন ২০১৫ বিকাল ০৫:১০
আবু জারীর লিখেছেন : ভালো লাগলো
ধন্যবাদ
২৩ জুন ২০১৫ রাত ১১:২৪
269479
সাজেদুল ইসলাম লিখেছেন : পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ।
327247
২৩ জুন ২০১৫ রাত ১১:১১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনেক ধন্যবাদ
হাদিস এবং ইসলামের বিধানবলির জন্য উনার গুরুত্ব অনেক।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File