পরীক্ষা ছাড়াই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি।

লিখেছেন লিখেছেন সাজেদুল ইসলাম ১৮ জুন, ২০১৫, ১১:৩৬:৫৭ সকাল

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতে আসন্ন (২০১৫-১৬) শিক্ষাবর্ষে পরীক্ষা ছাড়াই কেবল এসএসসি ও এইচএসসির ফলের ভিত্তিতে স্নাতক(সম্মান)শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।গত শনিবার বিশ্ববিদ্যালয়ের ৩৭তম সিনেট অধিবেশনে এ সিদ্ধান্ত গৃহীত হয়।এধরনের সিদ্ধান্ত কতটুকু সঠিক তা আমার বোধগম্য নয়।

যদিও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে গ্রেডিং পদ্ধতি চালু করা হয়েছিল শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের লক্ষ্যে।কিন্ত এ পদ্ধতি চালুর পর থেকে একে ব্যবহার করা হয়েছে পাশের হার বৃদ্ধি দেখানোর উদ্দেশ্য।পাশের হার বৃদ্ধি ও শিক্ষা খাতে অগ্রগতি করছে সরকার এ সাফল্য তুলে ধরতে একে ব্যবহার করছে সরকার।আমাদের দেশে প্রতিবছর জিপিএ বৃদ্ধি পেলেও বৃদ্ধি পায়নি শিক্ষার মান।যা লক্ষ্য করা যায় বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার সময়।গত বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কথা কারো অজানা নয়।অথচ সর্বোচ্চ জিপিএ প্রাপ্তরাই এখানে পরীক্ষা দিয়েছিল।আর যদি এ পদ্ধতিতে ভর্তি পক্রিয়া শুরু হয় তাহলে বিড়ম্বনায় পড়তে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।একটি কলেজে যদি ১৫০০ আসন থাকে আর সেখানে যদি ১৬০০ জিপিএ-৫ বা সর্বোচ্চ জিপিএ প্রাপ্তরা আবেদন করে তখন কর্তৃপক্ষ কোন ১৫০০ শিক্ষার্থী ভর্তি করবে।তখন দেখা যাবে রাজতৈক দলগুলো তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য শিক্ষার্থী ভর্তি করাচ্ছে।তাই এধরনের সিদ্ধান্ত থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সরে আসা উচিত।

বিষয়: বিবিধ

১০৩৯ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

326574
১৮ জুন ২০১৫ দুপুর ১২:০৮
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভর্তি বাণিজ্যের জন্য আর কি? ধন্যবাদ।
326586
১৮ জুন ২০১৫ দুপুর ০২:০১
অবাক মুসাফীর লিখেছেন : চিন্তা নেই ভাই, জাতীয় বিশ্ববিদ্‌যালয়ের মত জায়গায় সীটেরও বেশি জিপিএ ৫ আবেদন করবে না। তাইলে যারা বি-সি-ডি পায় তারা পড়বে কই?
326640
১৮ জুন ২০১৫ রাত ০৮:১৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : উদ্দেশ্য তো একটাই সরকারি ছাত্র লিগ কে ভর্তি বানিজ্যের সুযোগ দেওয়া।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File