গণতন্ত্রের মানস কন্যা
লিখেছেন লিখেছেন সাজেদুল ইসলাম ১৪ ফেব্রুয়ারি, ২০১৫, ০৯:০৬:৫০ রাত
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হসিনা আপনিতো গণতন্ত্রের মানস কন্যা।আপনি কেন ০৫জানুয়ারির নির্বাচনের মাধ্যমে আমাদের গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার কেড়ে নিলেন।আপনি কেন আমাদের রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে আমাদেরকে সভা-সমাবেশ করতে দিচ্ছেন না।আমাদের মৌলিক অধিকার বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়ে আমাদেরকে আপনার বাহিনী দিয়ে হত্যা করছেন।
মাননীয় প্রধানমন্ত্রী আপনি বিভিন্ন সভা-সমাবেশে বলেন আপনি দেশের কল্যাণের জন্য,দেশের জনগণের কল্যাণের জন্য রাজনীতি করেন।দেশ ও জনগণের জন্য আপনি জীবন দিতে পারেন।এজন্য আপনার কাছে আমার অনুরোধ দেশের কল্যাণের জন্য,দেশের মানুষের কল্যাণের জন্য আপনি একবার পদত্যাগ করে নিরপেক্ষ একটি নির্বাচনের ব্যবস্থা করে দেশ ও দেশের জনগণকে রক্ষা করুন।যদি আপনি এটা করতে পারেন তাহলে মনে করব আপনি সত্যিই দেশ ও দেশের কল্যাণে রাজনীতি করেন।
বিষয়: রাজনীতি
১২৮৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জনগন সে সময়ে তাকে একক সংখ্যাগরিষ্ঠতাও দিয়েছিল , মানে ইচ্ছে করলে তারা সংবিধানে সংশোধনী আনতে পারে বা নতুন কোন নিয়ম চালু করতে পারে ।
কোন দল যদি নির্বাচনে না আসে তাহলে উনার দোষ কেন হবে ? খেলায় ওয়াক ওভার পাওয়া দলটি কি খুব কালপ্রিট হয়ে যায় ? কেউ না খেলতে আসলে সে তো ঠিকই খেলতে এসেছিল ফিক্সচার অনুযায়ী । নিয়মতান্ত্রিকভাবেই তাকে বিজয়ী ঘোষনা করা হয়েছে ।
মন্তব্য করতে লগইন করুন