থার্টি ফার্স্ট নাইট
লিখেছেন লিখেছেন সাজেদুল ইসলাম ৩০ ডিসেম্বর, ২০১৪, ০৭:০৫:১২ সন্ধ্যা
আগামীকাল শুরু হবে থার্টি ফাষ্ট নাইট ইংরেজী নববর্ষ ২০১৫।পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর উৎসব থার্টি ফার্স্ট নাইট।
নতুন বছরটি মুসলিম উম্মাহর জন্য খুবই গুরুত্বপূর্ণ।বিগত একটি বছরের হিসাব-নিকাশ করে নতুন বছরের পরিকল্পনা করা সচেতন মুমিনের কর্তব্য।ইংরেজী নববর্ষ পালন করা মুসলিম উম্মাহর জন্য পালন করা বৈধ নয়।তাই খৃষ্টানদের অনুকরণে ইংরেজী বছর শেষে পরবর্তী বছরকে স্বাগত জানানো অর্থাৎ থার্টি ফার্স্ট নাইট পালন করা সম্পূর্ণ হারাম। এ রাতে বাংলাদেশসহ বিশ্বে অশ্লীলতা,নগ্নতা,বেহায়াপনা,মদপান যৌন উম্মাদনার মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হয়,যা মুসলমানদের জন্য গর্হিত কাজ।ইসলামে নৈতিকতাহীন গর্হিত কাজের স্থান নেই।নোংরামী অশ্লীলতাকে ইসলাম কখনো সমর্থন করে না।তাই থার্টি ফার্স্ট নাইট ইসলামে অবৈধ এবং এটা খৃষ্টানদের সংস্কৃতি।থার্টি ফার্স্ট নাইটে অসামাজিক ও অশ্লীল কাজ বহুগুনে বেড়ে যায়,যা পরের দিনের পত্রিকাগুলোর হেডলাইনে স্থান পায়।আপত্তিকর নাচ-গান,অশ্লীল গান-বাজনা ও বেহায়ামিপূর্ণ অনুষ্ঠান এর মাধ্যমে আমাদের দেশে থার্টি ফার্স্ট নাইট পালন করা হয়।একটু লক্ষ্য করলে দেখা যাবে কয়েক দশক আগেও আমাদের দেশে থার্টি ফার্স্ট নাইট উদযাপন হতো না।এটা মূলত ভিনদেশী সংস্কৃতি।এসব ভিনদেশী সংস্কৃতি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের দেশে শুরু হয়েছে।এসব ভিনদেশী সংস্কৃতি হলেও মুসলিম উম্মাহ আজ তা পালন করছে।এসব শরীয়ত বিরোধী ও গুনাহের কাজে লিপ্ত হয়ে মুসলমানরা তাদের ঈমানে আমলকে বিনষ্ট করছে।একজন ঈমানদার মুসলমান ও রুচিশীল সচেতন মানুষ কিভাবে এটাকে সমর্থন করে তা আমার বোধগম্য নয়।এ সম্পর্কে পবিত্র কোরআনে এরশাদ হচ্ছে-
প্রত্যেক জাতির জন্য আমি একটি নির্দিষ্ট বিধান এবং সুস্পষ্ট পথ নির্ধারন করেছি।
সূরা আল-মায়িদা:৪৮
সুতরাং যা মুসলমানদের জন্য নয় তা বর্জন করা উচিত।
এ প্রসঙ্গে নবী কারিম (সা)ইরশাদ করেন-যে অন্য জাতির সাথে আচার-আচরণে,কৃষ্টি-কালচারে সামঞ্জস্য গ্রহণ করে সে তাদের দলভূক্ত হবে।
(সুনানে আবু-দাঊদ)
তাই একজন ঈমানদার নর-নারীর প্রতিটি দিন সমান।বছরে কয়েকটি দিন আনন্দের নয় বরং প্রতিটি দিন আনন্দের এবং প্রতিটি দিনক্ষণ আমাদের জন্য মূল্যবান।তাই এ রাতে এসব বিজাতীয় সংস্কৃতি বাদ দিয়ে বিগত বছরের হিসাব-নিকাশ করে আগামী দিনের পরিকল্পনা গ্রহণ ও কল্যাণ কামনা করে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা।এবং তাওবা,ইস্তেগফার,ও নামাজসহ ভাল কাজের মাধ্যমে রাত অতিবাহিত করা।
বিষয়: বিবিধ
২২৬৭ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined variable: count_total_count
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
মন্তব্য করতে লগইন করুন