বিদয়াত
লিখেছেন লিখেছেন সাজেদুল ইসলাম ২৭ ডিসেম্বর, ২০১৪, ০৩:০৭:০১ দুপুর
বিদয়াত শব্দটি আরবি এর বাংলা অর্থ হল নতুন কোন কিছু সৃষ্টি করা,ধর্মে নতুন বিষয় আবিস্কার, নতুন কিছু উদ্ভাবন করা।
আল মাওরিদ প্রণেতার মতে-নতুন সৃষ্টি।
আল্লামা জাওহারী (র)বলেন-আমি কিছু আবিস্কার করেছি অর্থাৎ-উপমাহীন আমি এটাকে আবিস্কার করেছি।
মু’জামুল ওয়াসীত গ্রন্থকার বলেন-ধর্মীয় ও অন্যান্য ক্ষেত্রে নতুন কিছু উদ্ভাবন করা।
ইসলামী শরীয়তের পরিভাষায় বিদয়াত হলো দ্বীনের মধ্যে এমন সব আবিস্কার যা,কোরআন,হাদিস ও ইজমায়ে উম্মত কর্তৃক সমর্থিত নয়।
ইমাম নববী বলেন-পূর্ববর্তী যুগে যার দৃষ্টান্ত নেই এমন কিছু আবিস্কার করাকে বিদয়াত বলে।
আল্লামা মোল্লা আলী কারী বলেন-এমন নতুন কিছু উদ্ভাবন করা,যা রাসূল (সা) এর যুগে ছিল না।
ইমাম রাগীব বলেন-শরীয়ত প্রবর্তক যা বলেননি সে কথা বলা এবং তিনি যা করেননি এমন কাজকে আদর্শরুপে গ্রহণ করাই বিদয়াত।
আমাদের সমাজে প্রচলিত কিছু বিদয়াতঃ-
আমাদের সমাজে প্রচলিত বিদয়াতকে দু’ভাগে ভাগ করা যায়।যথা-
১.আকিদাগত বিদয়াত।
২.আমলগত বিদয়াত।
আকিদাগত বিদয়াত:
১.উদ্দেশ্য অর্জন হওয়ার বিশ্বাসে কোনো পীরের কাছে গমন করা।
২.কবরে গিয়ে মৃত ওলীদের কাছে প্রার্থনা করা।
৩.পীর আউলিয়াদের কবরে মানত করে বিপদাপদ দূর হওয়ার আকিদা পোষণ করা।
৪.তীর নিক্ষেপ ও কবুতর উড়িয়ে ভাগ্য পরীক্ষা করা।
৫.মীলাদ মাহফিলে রাসূল (সা)এর সশরীরে উপস্থিতির ধারণা করা।
৬.আল্লাহ ছাড়া অন্য কারো নামে মানত করা।
৭.শিখা চিরন্তন জ্বালানো।
আমলগত বিদয়াত:
১.কবরকে ফুল দ্বারা সজ্জিত করা।
২.কবরে বাতি জ্বালানো।
৩.কবরে আতর গেলাপ ছিটানো।
৪.মৃত্যুবার্ষিকী উপলক্ষে উরস করা।
বিষয়: বিবিধ
১১৪০ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন