হায়রে মানবতা!
লিখেছেন লিখেছেন sarkar ১৫ মার্চ, ২০১৫, ০৮:৩০:৩৭ রাত
আমার প্রিয় জন্মভূমি আজ মানবতা বিবর্জিত।সেখানকার আকাশ বাতাস আজ মজলুমের আর্তচিৎকারে প্রকম্পিত।সেখানে আজ নেই আর মানবতা,মমতা,শ্রদ্ধা।সেখানে আজ মিথ্যা গ্রাস করেছে সত্যকে।আর যারা সত্য বলার চেষ্টা করতেছে তারা নির্যাতিত,লাঞ্চিত,নিপীরিত।দেশের তর্মান প্রেহ্মাপটে আমার কথাগুলি কোন ক্রিয়,বিক্রিয়া প্রতিক্রিয়া কিংবা কোন অর্থ বহন করবেনা সেটা জানি।তারপরও বলতে হচ্ছে।কারণ ঘটনাস্হল যে আমার প্রিয় জন্মভূমি।যে দেশের জন্য আমাদের বীর যোদ্ধারা দীর্ঘ নয় মাস রক্তহ্ময়ী সংগ্রাম করেছিল,রক্ত দিয়েছিল মা বোন রা দিয়েছিল তাদের সম্ভ্রম সেই দেশটা আজ একটা মৃত্যুকুপ।কিন্তূ কেন?? এমত হবার কথাছিল না।হ্মমতার দ্বন্ধ ?? হ্মমতার ভাগবাটোয়ারা?? এ নিয়ে যারা দেশটাকে আজ ধ্বংস করছে এরা পাকিস্তানী হায়েদের চেয়েও হিংস্র।আমি রাজনৈতিক বিশ্লেসক নয়।তারপরও বলতে চাচ্ছি মাননীয় প্রধান মন্ত্রী হাসিনার কিসের ভয়?? যেই দলের এত এত লোক থাকতে হ্মমতা ছাড়তে ভয় কিসের?? যে একটা বিতর্কিত নির্বাচনের মাধ্যমে তাকে হ্মমতায় থাকতে হবে? কারণ সত্য ও ন্যায়ের মাপকাঠিতে মাননীয় প্রধান মন্ত্রী অটুট নেই সেই জন্য।তা না হলে মানূষ পুড়ানোর মত ভীবৎস ঘটনায় ক্যেমেরা শো করতে পারতেন না।যা করা দরকার ছিল সেটা হল দেশ ও জনগণের কথা চিন্তা করে একটা আলোচনার পথ বের করা।কিন্তূ প্রধানমন্ত্রী সেটা করে নি।হয়ত সেটা তিনি নিজের বুদ্ধিতে করেন নি।কারণ আমি যতটুকু জানি প্রধান মন্ত্রী একজন ভাল মনের মানুষ।আজ জাতির ভাগ্যাকাশে দুর্যোগের গণগটা।কারণ আমাদের প্রধান মন্ত্রী রাম,বামদের দ্বারা পরিচালিত।আর সেই জন্যই মানব সভ্যতার সবচেয়ে জঘন্য কাজটি সংবিধান থেকে মহান আল্লহর উপর আস্হা ও বিশ্বাস কথাটি কেটে দেয়া হয়। আমাদের প্রধান মন্ত্রী কে দিয়ে রাম ও বামেরা মিলে এই কাজটি করিয়ে নিলেন।যার পরিণতিতে দেশ আজ বধ্যভূমি।দেশ আজ সেকুলারিস্ট।কিন্তূ এর শেষ কোথায় হয়তবা নিকটেই নয়তোবা অনেক দূরে।যার শেষ পরিণতি ভাল হতে পারে না।কারণ আল্লাহর দুনিয়ায় আল্লাহর বান্দা যারা নিরপরাধ মানুষ তাদের কে মেরে কেউ ভাল থাকতে পারে না।বেগম জিয়ার জন্য ও একই কথা।উনি এবং আপনি দুইজন শেষ বিচারের দিন সব মজলোমের কাছে জবাবদিহিতা করতে হবে।আর আমরা সেই দিনের অপেহ্মায় থাকলাম।সেদিন আপনি আমি সবাই সমান।মহান আল্লাহ বিচার করবেন।সাথে আল্লাহর নামটা নিয়ে রাজনীতি করার হিসেব সহ সব হিসেব দিতে হবে।
বিষয়: বিবিধ
১৮০১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন