মানব জীবন
লিখেছেন লিখেছেন ছোট্ট জীবন ২৭ নভেম্বর, ২০১৪, ০৬:০৩:৩২ সন্ধ্যা
আমরা সাধারণত মানব জীবনটাকে তিনটি স্তরে বিভক্ত করে থাকি। আর তাহলো শিশু কাল , যৌবন কাল এবং বৃদ্ধ কাল। লক্ষনীয় বিষয় হচ্ছে গভীর ভাবে একটু চিন্তা করলে দেখা যায় একটা অপরটার সাথে ওতোপ্রোত ভাবে জড়িত। শৈশবের ভালো মন্দের প্রকাশ ঘটে যৌবনে আর যৌবনের ফলাফল প্রকাশ পায় বার্ধক্যে। অর্থাৎ যার শিশুকাল গড়ে উঠে আদর সোহাগ ভালবাসা আর নিয়মতান্ত্রিক মার্জিত পরিবেশে তার যৌবন কালটা হয় সুন্দর সুশৃঙ্খল শুভাষিত। আর যার যৌবন কালটা হয় সুন্দর সুশৃঙ্খল ও পরিমার্জিত তার বৃদ্ধ কালটা হয় উত্তম মধুময় ও শান্তিময়। মোটের উপর কথা হলো একটা বৃক্ষের ভালো ফলন যেমন নির্ভর করে তার প্রাথমিক পরিচর্চার উপর তেমনি যার শৈশবটা গড়ে উঠে আদর্শিক পরিমার্জিত পরিবেশে তার ভবিষ্যত হয় উজ্জল ,চরিত্র হয় উত্কৃষ্ট এবং চিন্তা-চেতনায় সে হয় উত্তম নির্ভেজাল। তাই আসুন ; যারা আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত তাদেরকে সবাই মিলে উত্তম আদর্শে পরিচালিত করে মানব সমাজে সুন্দর মনোরম রুচিশীল পরিবেশ গড়ি।
বিষয়: বিবিধ
১২১৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন