“মুত্তাকী, মুসলিম, মুমিন ও মুহসিনের পরিচয়"....
লিখেছেন লিখেছেন দিল মোহাম্মদ মামুন ২০ জানুয়ারি, ২০২১, ০৭:৩৩:৪০ সন্ধ্যা
পবিত্র কুরআন মাজিদ একটি হিদায়াত ও পথ নির্দেশনার গ্রন্থ। কিন্তু এর থেকে লাভবান হতে চাইলে মানুষের মধ্যে কয়েকটি মৌলিক গুণ থাকতে হবে। এর মধ্যে সর্বপ্রথম যে গুণটির প্রয়োজন সেটি হচ্ছে, তাকে “মুত্তাকী” হতে হবে। ভালো ও মন্দের মধ্যে পার্থক্য করার ক্ষমতা তার মধ্যে থাকতে হবে। তার মধ্যে মন্দ থেকে নিষ্কৃতি পাওয়ার ও ভালোকে গ্রহণ করার আকাঙ্খা এবং এ আকাঙ্খাকে বাস্তবায়িত করার ইচ্ছা থাকতে হবে।
তবে যারা দুনিয়ায় পশুর মতো জীবন-যাপন করে, নিজেদের কৃতকর্ম সঠিক কি না সে ব্যাপারে কখনো চিন্তা করে না, যেদিকে সবাই চলছে বা যেদিকে প্রবৃত্তি তাকে ঠেলে নিয়ে যাচ্ছে অথবা যেদিকে মন চায় সেদিকে চলতে যারা অভ্যস্ত, তাদের জন্য কুরআন মজীদে কোন পথ নির্দেশনা নেই।
যখন কোনো ব্যক্তি আল্লাহর দ্বীনকে গ্রহণ করে এবং সেই দ্বীন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করার সিদ্ধান্ত নেয় তখন সে হয় মুসলিম।
উক্ত ঘোষণা ও বাহ্যিক আমলের প্রভাব যখন কোনো ব্যক্তির অন্তরে প্রবেশ করে তখন সে হয় মুমিন।
ঈমানের ক্রমবর্ধমান অনুপ্রবেশ যখন তার অন্তরকে আল্লাহ, আল্লাহর রাসূল(সাঃ) এবং দ্বীনের জন্য আসক্ত করে তোলে, হালাল হারামের সীমারেখা পরিপূর্ণভাবে মেনে চলে তখন সে হয় মুহসিন।
ইয়া রাব্বাল আলামিন, এই ক্ষণস্থায়ী জীবনে মুহসিন হবার তৌফিক দান করিও, মুহসিন না হওয়া পর্যন্ত মৃত্যু নসিব করিও না।যখন কোনো ব্যক্তি আল্লাহর দ্বীনকে গ্রহণ করে এবং সেই দ্বীন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করার সিদ্ধান্ত নেয় তখন সে হয় মুসলিম।
উক্ত ঘোষণা ও বাহ্যিক আমলের প্রভাব যখন কোনো ব্যক্তির অন্তরে প্রবেশ করে তখন সে হয় মুমিন।
ঈমানের ক্রমবর্ধমান অনুপ্রবেশ যখন তার অন্তরকে আল্লাহ, আল্লাহর রাসূল(সাঃ) এবং দ্বীনের জন্য আসক্ত করে তোলে, হালাল হারামের সীমারেখা পরিপূর্ণভাবে মেনে চলে তখন সে হয় মুহসিন।
ইয়া রাব্বাল আলামিন, এই ক্ষণস্থায়ী জীবনে মুহসিন হবার তৌফিক দান করিও, মুহসিন না হওয়া পর্যন্ত মৃত্যু নসিব করিও না।
বিষয়: বিবিধ
১২৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন