প্রথমবারের মত আবুধাবি স্থানীয় আরবীর আসল চেহারা দেখলাম।

লিখেছেন লিখেছেন দিল মোহাম্মদ মামুন ০৯ এপ্রিল, ২০১৬, ০৭:৫৭:৫৫ সন্ধ্যা

আবুধাবি শহর থেকে প্রায় ১৬ কিঃমি দূরে টিউশনি শেষ করে মোটরসাইকেলে উঠলাম। সালাম রোডে উঠে মোটর সাইকেল ড্রাইভ শুরু করলাম, স্পীডের কাঁটা তখন ১২৫ এ দণ্ডায়মান। হঠাৎ মোটরসাইকেলের স্ট্রাট অফ হয়ে গেল! রাস্তার পাশে দাঁড়িয়ে তেলের মিটারের দিকে তাকালাম, মিটারে ৫০% তেল শো করতেছে!! আবার স্ট্রাট দিলাম, ১.৫ কিঃমিটারের মত যাওয়ার পর আবারো স্ট্রাট অফ হয়ে গেল! এবার রীতিমতো ভয় পেয়ে গেলাম, কারণ রাস্তায় সবগুলো গাড়ি ১২০+ স্পীডে চলতেছে, না জানি কি হয়! তখন রাত ১১ঃ৩০, মোটরসাইকেলকে ঝাঁকুনি দিলাম, কিন্তু না পেট্রোলের কোন সাড়া শব্দও নাই! টাঙ্কি থেকে ইঞ্জিনে তেল সাপ্লাইয়ের পাইপটা টেনে খুললাম, কিন্তু একফোঁটা পেট্রোল ও দেখলাম না, বুঝতে পারলাম, তেলের টাঙ্কির মিটার নষ্ট হয়ে গেছে, তাই আমাকে ভুল মেসেজ দিচ্ছে। খুব বেশি ভয় পেয়ে গেলাম, কারণ এই রোড়ে কোন পেট্রোল পাম্প নেই।

পেট্রোল পাম্পের জন্য যেতে হবে মরুর রোড়ে। রাস্তার মাঝখানে আইল্যান্ড তাই রাস্তার অপর পাশে যাওয়াও সম্ভব না, সুতরাং সামনের ফাইন-আপেল ব্রিজ থেকে বামে যেতে হবে। কিন্তু ফাইন-আপেল ব্রিজ আরোও প্রায় ৫ কিঃমি সামনে! মহান আল্লাহর নাম নিয়ে ৩০০কেজি ওজনের BAJAJ 220CC মোটরসাইকেলকে টেনে টেনে হাটতে শুরু করলাম। রাত একটার দিকে ফাইন-আপেল ব্রিজের নিচে রাস্তা পার হওয়ার জন্য সিগনালে দাঁড়ালাম। আমার পুরো শরীর ঘামে ভিজে একাকার হয়ে গেছে। হঠাৎ পেছন থেকে মার্সেডিজ G63 মডেলের একটা গাড়ি পর পর দুইবার লাইট মারলো। পেছনে তাকাতেই ৩০/৩২ বছর বয়সের এক আরবি সালাম দিয়ে জিজ্ঞেস করলো, কি সমস্যা? আমি সালামের জবাব দিয়ে বললাম, মোটরসাইকেলের পেট্রোল শেষ। তখন সে আমাকে সিগনালের পাশে পার্কিংয়ে অপেক্ষা করতে বললো।

আমি পার্কিংয়ে অপেক্ষা করতে লাগলাম, আবার নানান সন্দেহ মনের মধ্যে উঁকিঝুঁকি করতে লাগলো। কারণ রাস্তায় পেট্রোল শেষ হয়ে গেলে পুলিশকে ফোন করতে হয়, তখন পুলিশ পেট্রোল নিয়ে এসে ২০০ দিরহাম জরিমানা করে। মাত্র ১০ দিরহামের পেট্রোলের জন্য ২০০ দিরহাম জরিমানা কেউ কি সহজে দিতে চায়! আমিও তার ব্যতিক্রম করিনি। তাই টেনশনের মধ্যে ছিলাম, আরবি লোকটা আবার সিআইডি নয় তো! জরিমানার কবলে পড়তে যাচ্ছিনাতো!!

ঠিক ৩০ মিনিট পর ৫ লিটার পেট্রোলের একটা নতুন কন্টিনার নিয়ে আরবি লোকটা আসলো। আমি বোবার মত তার সহাস্যমুখের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। তখন সে আমাকে চাবি দিতে বললো, আমি রোবটের মত তার দিকে মোটরসাইকেলের চাবিটা এগিয়ে দিলাম। এবার সে নিজেই চাবি দিয়ে টাঙ্কির মুখ খুলে ৫ লিটার পেট্রোল পুরাই ঢেলে দিলো। তারপর চাবিটা আমার হাতে দিয়ে যাওয়ার জন্য যখন সে তার অত্যাধুনিক গাড়ির দিকে অগ্রসর হচ্ছিল তখন আমার বোধোদয় হলো। আমি বললাম, আপনাকে ধন্যবাদ দেওয়ার মত ভাষা আমার জানা নাই, শুধু এতটুকু বলবো 'জাযাকাল্লাহ খাইর' আর নামায শেষে আপনার জন্য দোয়া করবো। তখন সে সহাস্যে আমার চোখের দিকে তাকিয়ে বললো, "বিপদে সাহায্য করাই তো মুসলিমের কাজ তাই না??"

বিষয়: বিবিধ

৩৯১৩ বার পঠিত, ৩২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

365085
০৯ এপ্রিল ২০১৬ রাত ০৮:০৬
আফরা লিখেছেন : হায় আল্লাহ ! ভাইয়া আপনি তো উনাকে টাকা দিলেন না ,এমন বল্লেন ও না টাকার কথা !!

ভাল মানুষ এখনো দুনিয়ায় আছে ।
০৯ এপ্রিল ২০১৬ রাত ০৮:৫৮
302926
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমি যদি কাউকে এমন উপকার করে দেই, দোয়ার সাথে টাকা না নিয়ে ফিরবেনা। আমি অত্তো ভালা অইতাম চাইনা।
অবশ্য মামুন ভাই, ভালো কাজ করেছেন। এখন উনার সেইভ করা দরকার। নতুন বিয়ে করছে। উনার হিসেবের সাথে আমার হিসেব কি আর মিলবে!
০৯ এপ্রিল ২০১৬ রাত ১১:৩৫
302946
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম, আফরা আপু আরবি লোকটার কোটি টাকা দামের গাড়ি আর উনার উদার মনা দেখে আমি উনাকে পেট্রোলের দাম দেওয়ার সাহস ও করিনি। কারন এখানে পানির চেয়ের পেট্রোল সস্তা। হয়তো টাকা পরিশোধ করতে চাইলে উনার মনে কষ্ট যেতে পারে, মূলত এই ভয়েই আমি সাহস করিনি। ধন্যবাদ আপনাকে।
০৯ এপ্রিল ২০১৬ রাত ১১:৪৫
302954
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম, সালাউদ্দিন ভাইয়া এখানে এক লিটার তেলের দাম ১.৩ দিরহাম আর এক লিটার পানির দাম ১.৫ দিরহাম। আমি তেলের দাম দিতে চাইলে হয়তো উনি অপমানবোধ করতে পারেন তাই আমি মুখে উচ্চারণ করার ও সাহস করিনি। ধন্যবাদ আপনাকে
365093
০৯ এপ্রিল ২০১৬ রাত ০৮:৩৬
শেখের পোলা লিখেছেন : মুসলীম দেশে মুসলীম দেখে অবাক হলেন! আমাদের দূর্ভাগ্য আমরা ও তারা সকলে প্রকৃত মুসলীম হতে পারিনি৷ ধন্যবাদ
০৯ এপ্রিল ২০১৬ রাত ০৯:০০
302927
গাজী সালাউদ্দিন লিখেছেন : শেখ ভাই। মামুন ভাই কিন্তু লোকটাকে টাকা সাদর করেনি! !!!!""
০৯ এপ্রিল ২০১৬ রাত ০৯:২৪
302930
শেখের পোলা লিখেছেন : লোকটি বিপদগ্রস্থকে উপকার করতে এসেছিলেন, তেল বেচতে নয়৷ তাই টাকা না সেধে ধন্যবাদ দিয়েছেন৷ লোকটার ব্যবহারে মামুনভাই অবাক হয়েছেন৷
০৯ এপ্রিল ২০১৬ রাত ১১:৪০
302949
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম, ভাই এত বড় কোটিপতি যদি আমার মত নগন্য একজনের উপকার করতে আসে তা অবাক হওয়ারই কথা!তাই আমার কাছে মনে হলো আমি আরবদের আসল চেহারা দেখলাম। ধন্যবাদ আপনাকে
০৯ এপ্রিল ২০১৬ রাত ১১:৪৭
302955
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : গাজী সালাউদ্দিন ভাইয়া, এত বড় মাপের কোটিপতি লোককে টাকা পরিশোধ করতে চাইলে উনি হওতো আমাকে ভুল বুঝবেন তাই আমি বলার ও সাহস পাইনি।
365096
০৯ এপ্রিল ২০১৬ রাত ০৮:৪০
বিবর্ন সন্ধা লিখেছেন : আসসালামু আলাইকুম

আসলে ই কিছু ঘটনা আমাদের স্তব্ধ করে দেয়, বিশেষ করে যখন তা অপ্রত্যাশিত কারো কাছ থেকে আসে,
আর আমরা যে মুসলিম তা যেন আমরা ভুলে ই গেছি, সবাই আত্বকেন্দ্রিক হয়ে গেছি, সেই জন্য ই ইসলামের প্রকৃত রুপ আমাদের বোবা বানিয়ে দেয়। Sad

টাকা দিয়ে সব প্রতিদান দেয়া যায় না, কিন্তু তারপর ও আপনি কি উনাকে মুল্য দেননি, নাকি Rolling on the Floor Rolling on the Floor
০৯ এপ্রিল ২০১৬ রাত ১১:৫৯
302958
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম, আপু পৃথিবী তে এখনো প্রচুর ভালো মানুষ আছে যার প্রমান আমি প্রবাস জীবনে অনেকবার পেয়েছি।
লোকটার অত্যাধুনিক কোটিটাকা দামের গাড়ি আর উনার ব্যক্তিত্ব দেখে আমি টাকা দেওয়ার সাহস করিনি। কারণ উনার কাছে উপকারটাই মূখ্য ছিল। তাই উনার জন্য দোয়া করি, আর আমিও অন্যের বিপদে এগিয়ে আসার আপ্রাণ চেস্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে।
১০ এপ্রিল ২০১৬ রাত ১২:০৪
302961
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : মুহতারাম গাজী সালাউদ্দিন ভাই আসলেই একজন জোকার মানুষ, হা হা হা
365100
০৯ এপ্রিল ২০১৬ রাত ০৮:৪৭
কুয়েত থেকে লিখেছেন : সেতো তার কর্তব্যই পালন করেছে যদি দ্বীনের সঠিক জ্ঞান সকলের মাঝে তাকতো এই পৃথিবীটা জান্নাতী পরিবেশ হয়ে উঠতো। আল্লাহ আপনাকে একজন সৎ লোকের সাক্ষাৎ দিয়েছেন। ধন্যবাদ[الحمد لله
১০ এপ্রিল ২০১৬ রাত ১২:০২
302959
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম, ভাই পৃথিবীতে এখনো সৎলোক আছে,এই ধরনের লোকদের জন্য মন থেকেই দোয়া এসে যায়। ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো অন্যের উপকার করার। ধন্যবাদ আপনাকে
365114
০৯ এপ্রিল ২০১৬ রাত ০৯:২২
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভাল লোক আছে দুনিয়াতে
অনেক ধন্যবাদ ঐ লোকটাকে
১০ এপ্রিল ২০১৬ রাত ১২:০৩
302960
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম, সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
365216
১০ এপ্রিল ২০১৬ দুপুর ০২:৫৯
আবু জান্নাত লিখেছেন : যাক তাহলে আরবীর পকেট খসাইছেন। ভালোই হল।

সত্যিই ভাই আমিরাতের আরবীরা অন্যান্য দেশের আরবদের তুলনায় অনেক ভালো, তবে যারা খারাপ, তারা কিন্তু অত্যান্ত খারাপ।

আসলে ভালো মানুষ ভালো মানুষদেরই কাজে আসে। ধন্যবাদ
১১ এপ্রিল ২০১৬ রাত ০২:১৫
303077
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম হুজুর ৫ লিটার না,৫০০০ লিটার তেল নিলেও হয়তো আরবীদের পকেট খসবেনা, কারণ সে যে গাড়িটা নিয়ে এসেছে ঐটার দাম ও কোটি টাকার উপরে!! যে সত্যিকার ভালো মানুষ সে সবার উপকারে এগিয়ে আসে,আল্লাহ উনাকে যেমন সম্পদ দিয়েছেন তেমনি মন ও দিয়েছেন। এই ধরনের লোকদের জন্য দোয়া মন থেকে অটোমেটিক্যালি এসে যায়। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
365240
১০ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:০৬
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : "বিপদে সাহায্য করাই তো মুসলিমের কাজ তাই না??"
১১ এপ্রিল ২০১৬ রাত ০২:১৬
303078
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ
365241
১০ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:১২
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আল্লাহ উনাকে ওআপনাকে উত্তম যাযা দিন।
১১ এপ্রিল ২০১৬ রাত ০২:১৭
303079
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম, এই ধরনের লোকদের জন্য দোয়া মন থেকেই এসে যায়। ছুম্মা আমিন, ধন্যবাদ আপনাকে
365251
১০ এপ্রিল ২০১৬ রাত ০৮:১০
হাফেজ আহমেদ লিখেছেন : একেই বলে মুসলিম ভ্রাতৃত্ববোধ।
১১ এপ্রিল ২০১৬ রাত ০২:১৯
303080
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম, হাফেজ সাহেব আজ আমরা আমাদের আসল পরিচয় ভুলে যাওয়ার কারনেই দুনিয়াব্যাপি লাঞ্চিত হচ্ছি। আমরা যদি সবাই একে অপরের বিপদে এগিয়ে আসি তাহলে দুনিয়াটা আরোও সুন্দর হতো। ধন্যবাদ আপনাকে
১০
365261
১০ এপ্রিল ২০১৬ রাত ০৮:৪৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১১ এপ্রিল ২০১৬ রাত ০২:২০
303081
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম, ভাইয়া কেমন আছেন, আপনি অসুস্থ শুনে খুব চিন্তিত। আপনার এখন কি অবস্থা?
১৩ এপ্রিল ২০১৬ রাত ০১:১৫
303274
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এখনও অসুস্থ। তবে বাসায়।
১৩ এপ্রিল ২০১৬ রাত ০২:৫৯
303282
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আপনার জন্য অনেক অনেক দোয়া রইলো
১১
365726
১৪ এপ্রিল ২০১৬ দুপুর ০২:৪১
আবু জারীর লিখেছেন : হুম! কিছি ফাজিল লোকতো আছেই তবে সর্বপরি ভালোর সংখ্যাই বেশী। আমিও ২/১ বার না চাইতেই ওদের সহায়তা পেয়েছি।
ধন্যবাদ।
১৪ এপ্রিল ২০১৬ রাত ০৮:০৬
303431
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম, ভাইয়া দুনিয়াতে এখনো প্রচুর ভালো মানুষ আছে, এখনো মনুষ্যত্ববোধ আছে, এটাই তার প্রমান। ধন্যবাদ আপনাকে
১২
373196
২৬ জুন ২০১৬ বিকাল ০৪:৫৬
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ডা.লুতফর রহমানের "মহৎ প্রাণ" গল্পের কথা মনে পড়ে গেল। সত্যিই মহৎপ্রাণ!
২৭ জুন ২০১৬ দুপুর ১২:৫৯
309863
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম, ভাইয়া দুনিয়াতে এখনো প্রচুর ভালো মানুষ আছে, এখনো মনুষ্যত্ববোধ আছে, এটাই তার প্রমান। ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File