কামাল আতাতুর্কের চেয়েও বহুগুন কঠিনভাবে বাংলাদেশ থেকে ইসলাম ধর্মকে নির্মূল করা হবে।

লিখেছেন লিখেছেন দিল মোহাম্মদ মামুন ০৮ মার্চ, ২০১৬, ০২:৪২:৫৮ দুপুর



গত কয়েকদিন যাবত খবর আসছে, বাংলাদেশের সংবিধান থেকে নাকি রাষ্ট্রধর্ম ইসলাম তুলে দেওয়া হতে পারে। এ কারণে ২৮ বছর আগে সুপ্রীম কোর্টে দায়েরকৃত একটি আবেদন পুনরায় তোলা হয়েছে এবং আগামী ২৭ মার্চ শুনানীর মাধ্যমে বিষয়টি নিয়ে চূড়ান্ত ফয়সালা আসতে পারে বলে অনেকে মনে করছেন।

অনেকেই হয়ত এখন বুঝতে পারছেন না, সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম তুলে দেওয়া হলে কি পরিণতি ঘটতে পারে বাংলাদেশের। এ বিষয়টি বুঝতে হলে আপনাকে তুরষ্কের ইতিহাস সম্পর্কে জানা প্রয়োজন। তুরষ্কে আগে ইসলামী খিলাফত ব্যবস্থা জারি ছিল। তবে প্রথম বিশ্বযুদ্ধের পর সেটা তুলে দেওয়া হয়। সে সময় কামাল আতাতুর্ক তুর্কী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে, এবং ইসলামের বদলে একটি সেক্যুলার সিস্টেম চালু করে। কামাল আতাতুর্ক ১৯২৮ সালের ১০ এপ্রিল তুর্কী সংবিধান হতে ধর্ম সংক্রান্ত সব কথাই বাদ দিয়ে দেয়। ফলে ইসলাম আর তুরস্কের রাষ্ট্রধর্ম থাকে না। প্রতিষ্ঠা হয় ধর্ম নিরপেক্ষ তুরষ্কের।

তুর্কী সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ‘ইসলাম’ তুলে দেয়ার পর কি কি ঘটেছিলো আসুন দেখি-

১) শিশুদের ইসলামী শিক্ষা নিষিদ্ধ করা হয়।

২) ধর্ম মন্ত্রণালয়, মাদরাসা-মসজিদ বন্ধ করে দেওয়া হয় এবং হজ্জ-ওমরা যাত্রা নিষিদ্ধ করা হয়।

৩) বড় বড় মসজিদগুলোতে নামায বন্ধ করে দিয়ে সেগুলোকে জাদুঘর হিসেবে উন্মুক্ত করে দেওয়া হয়। তুরস্কের সর্ববৃহৎ মসজিদ ‘আয়া ছুফিয়া’কে রূপান্তরিত করেছিলেন সরকারি জাদুঘরে।

৪) নারীদের জন্য হিজাব পরিধান বন্ধ করে দেওয়া হয়। সরকারি নির্দেশে তুর্কী পুলিশ রাস্তায় বের হওয়া মুসলিম মহিলাদের ওড়না কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলত।

৫) আরবী অক্ষরের ব্যবহার নিষিদ্ধ হয়। আরবীতে কুরআন পড়া, নামাজ পড়া ও আজান দেওয়া নিষিদ্ধ হয়।

৬) তুর্কী ভাষা আরবী হরফে না লিখে ল্যাটিন হরফে লিখতে হতো।

৭) সাপ্তাহিক ছুটি হিসেবে রবিবারকে নির্ধারণ করা হয়।

৮) তুরস্কবাসীকে ভিন্ন ধরণের পোষাক পরতে বাধ্য করা হয়।

৮) মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদকে বর্জনীয় ঘোষনা করা হয়।

৯) তুরস্কের অধীন আজারবাইজানকে রাশিয়ার কাছে বিক্রি করে দেওয়া হয়।

১০) বক্তৃতা এবং বিবৃতিতে নিয়মিত ইসলাম ও ইসলামী পরিভাষাসমূহ নিয়ে মিথ্যাচার ও কুৎসা রটনা করে সেগুলো বর্জনের প্রতি সবাইকে আদেশ-নিষেধ করা হয়।

১১) সরকারী লোকদের জামাতে নামায পড়া নিষিদ্ধ হয়।

১২) ইসলামী নিয়ম অনুযায়ী সালাম দেওয়াও নিষিদ্ধ করা হয়।এর পরিবর্তে সুপ্রভাত (Good Morning) বিদায় (Good Bye) ও হ্যান্ডশেক রেওয়াজ প্রবর্তিত হয়।

১৩) ইমাম-মুফতীদের পাগড়ি ও জুব্বা পরা নিষিদ্ধ করা হয়।

১৪) হিজরী সন উঠিয়ে দিয়ে ইংরেজী সন চালু করা হয়।

১৬) আরবী ভাষায় নাম রাখা নিষিদ্ধ হয়। এর বদলে তুর্কী ভাষায় বাধ্যতামূলক নাম রাখতে হয়।

১৭) আলেমদের প্রতিষ্ঠানগুলো ভেঙ্গে দেয়া হয় এবং আলেমদেরকে প্রজতন্ত্রে শত্রু হিসিবে চিহ্নিত করা হয়। কোন আলেম তার বিরুদ্ধাচরণ করলে তাকে সাথে হত্যা করা হয়। এছাড়া ওয়াকফ সম্পত্তি কেড়ে নিয়ে আলেমদের অর্থনৈতিকভাবে বিপর্যস্ত করা হয়।

এখানে লক্ষণীয় যে, এ ঘটনাগুলো হচ্ছে আজ থেকে প্রায় ৯০ বছর আগে এবং তা করা হয়েছিলো উছমানিয় খেলাফত বন্ধ করার পর। বলাবাহুল্য সে সময় মানুষের মধ্যে জোর ইসলামী চেতনা দৃঢ় থাকার পরও এতটা এগ্রেসিভ হতে পেরেছিলো কামাল আতার্তুক। কিন্তু এখন তো বাংলাদেশের মানুষের ধর্মীয় চেতনা অনেকটাই দুর্বল। তার উপর কামাল আতার্তুক সে সময় যা যা করেছে তার অনেকগুলোই ইতিমধ্যে বাংলাদেশে জারি করা হয়েছে বা চেষ্টা চলছে। তবে শুধু সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম দেখে পুরোপুরি আইনত জারি করা যাচ্ছে না। কিন্তু সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম তুলে দেওয়ার সাথে সাথে কামাল আতাতুর্ক কেন, তার থেকে বহুগুন কঠিনভাবে বাংলাদেশ থেকে নির্মূল করা হবে ইসলাম ধর্মকে, এটা বলা যায় নিশ্চিত।

আমার মনে হয়, এ ব্যাপারে বাংলাদেশের মানুষের সতর্ক হওয়া জরুরী । কারণ আর মাত্র কয়েক দিন পরেই সুপ্রীম কোর্টে অনুষ্ঠিত হচ্ছে ‘ইসলাম ধর্ম’ তুলে দেওয়া সংক্রান্ত চূড়ান্ত শুনানী। আর একবার যদি আইন জারি হয়ে যায়, তবে তা পরিবর্তন করা সহজ নয়।

সত্যিই আজ বাংলাদেশের আকাশের ঘনকালো মেঘের ঘনঘটা, মনে হচ্ছে বাংলাদেশের মুসলমানদের জন্য শিঘ্রই বড় কোন দুর্যোগ আসছে, যদিও ইসলামী দলগুলো সবকিছু দেখেও না দেখার ভান করে আছে, একে অপরের দোষ খোজাখুজিতে ব্যস্ত রয়েছে, বাংলাদেশের ইসলামকে টিকিয়ে রাখার পরিবর্তে তারা আতাতে ব্যস্ত!

ইতোমধ্যে বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় ইসলামিক কবিতা, নবী-রাসূলদের জিবনী, প্রবন্ধ ও ইসলামিক রেনেসার কবি-লেখকদের পরিবর্তে নাস্তিক্যবাদীতা ও ইসলাম বিরোধী কবি-লেখকদের লিখা গুলো রন্ধে রন্ধে ডুকিয়ে দেওয়া হয়েছে। ধর্মীয় ও আদর্শিক শিক্ষার পরিবর্তে "শারীরিক শিক্ষা" নামক যৌন শিক্ষা দেওয়া হচ্ছে, এতে অভিভাবকদের কোন মাথা-ব্যথা নাই; শারীরিক শিক্ষার থিওরিক্যাল পরীক্ষার অভিভাবকগন ভাল নাম্বার কামনা করেন, কিন্তু পরিমল বাবুরা যখন প্যাকটিক্যাল ক্লাস নেন তখন অভিভাবকদের টনক নড়ে!! যত্তসব ভন্ডামী!!!

ইসলামিক দলগুলোর উপযুক্ত সিদ্ধান্তের উপর নির্ভর করবে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ‘ইসলাম’ থাকবে কিনা, দেখা যাক কি হয়।

উপযুক্ত তথ্য প্রমাণের জন্য নিচের লিংক গুলোতে ভিজিট করতে পারেন।

প্রয়োজনীয় সূত্র:

১) বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম আর নাও থাকতে পারে http://goo.gl/73U1Fs

২) ২৮ বছর পর শুনানিতে রাষ্ট্রধর্ম ইসলাম চ্যালেঞ্জের মামলা http://goo.gl/ywNpXf

৩) রাষ্ট্রধর্ম ইসলামের চ্যালেঞ্জ মামলার শুনানি ২৭ মার্চ http://goo.gl/2SR0Ol

৪) ইসলামবিদ্বেষ ও ইসলামবিরোধীতার অপর নাম : কামাল আতাতুর্ক: http://goo.gl/TE67rf

৫) শুনুন কামালের আমলের তুর্কি ভাষার আযান: https://youtu.be/OUIgLy1L3x4

কালেক্টড এন্ড এডিটেড।

বিষয়: বিবিধ

৪৮৪৭ বার পঠিত, ৩৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

361799
০৮ মার্চ ২০১৬ বিকাল ০৫:০৩
আনিসুর রহমান লিখেছেন : তুরুস্কের কামাল পাশা ছিল সেকুলার তাই সে তুরুস্ককে সেকুলার রাস্ট্র বনানোর জন্য ইসলামী নেতা আলেম ওলেমাদের হত্যা, খুন গুম করেছিল, মসজিদসহ ইসলামী কালচারকে ধ্বংস করার জন্য নিরন্তন চেস্ট করেছিল। কিন্ত বর্তমান বাংলাদেশের অবস্থা তুরুস্ক থেকে ভিন্ন, বর্তমান বাংলাদেশেও ইসলামী নেতা আলেম ওলেমাদের হত্যা, খুন গুম করা হছে এবং হবে, মসজিদসহ ইসলামী কালচারকে ধ্বংস করার জন্য নিরন্তন চেস্ট চলছে এবং চলবে। তবে তা বাংলাদেশকে সেকুলার রাস্ট্র বনানোর জন্য নয় বরং তা রাম রাজত্ব কায়ম করার জন্য!!! তাদের হাত অনেক অনেক শক্তিশালী। সুতরাং ইসলাম বাংলাদেশের রাস্ট্র ধর্ম থাকছে না এ কথা এখন নিশ্চিত ভাবেই বলা যায়।
০৮ মার্চ ২০১৬ বিকাল ০৫:১৭
299823
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম প্রিয়ভাই আনিসুর রহমান আপনার মূল্যবান মন্তব্যটির জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার মনে হয় রাম সেকুলার রাষ্ট্রের চেয়েও রাম রাজতৃ আরোও বেশি ভয়াভহ হবে। কিন্তু বাংলার আলেম সমাজ এখনো জেগে জেগেই ঘুমাচ্ছে। তারা ইসলামিক বিষয় গুলোকে রাজনৈতিক বিষয় মনে করতেছে, তারা মনে করতেছে জামাতের উপর জুলুম হলে আমাদের কি? কিন্তু তারা বুঝতেছেনা যে এটা জামাতের উপর আক্রমন নয়, এটা ইসলামের উপর আক্রমন। হয়তো আলেম সমাজ একদিন তাদের ভুল বুজবে কিন্তু তখন বড্ড দেরি হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে
361803
০৮ মার্চ ২০১৬ বিকাল ০৫:৪৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এটাই স্বাভাবিক যদি মানুষ না জাগে।
০৮ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:১৮
299830
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : বাংলাদেশের মুসলিমদের উপর খুব দ্রুত ভয়াবহ জুলুম-নির্যাতন দাবানলের মতই ধেয়ে আসতেছে, মানুষ তখন জাগবে, যখন রাম রাজত্ব কায়েম হয়ে যাবে।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
০৮ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:২৩
299832
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : অনেক দিন হয়ে গেল সবুজ ভাইয়ার নতুন কোন লিখা আসতেছেনা.....।
০৯ মার্চ ২০১৬ রাত ০৯:৪১
299957
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : খুব অসুস্থ!
১০ মার্চ ২০১৬ সকাল ১১:২৭
299990
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : দোয়া করি আল্লাহ যেন আপনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন।
361821
০৮ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:৫৪
গাজী সালাউদ্দিন লিখেছেন : রাষ্ট্রধর্ম হিন্দু, বৌদ্ধ, খৃষ্ঠান না হওয়া সত্ত্বেও যদি তারা তাদের নিজ কৃষ্টি কালচার বাংলাদেশে সঠিকভাবে পালন করতে পারে, তাহলে মুসলমানদের রাষ্ট্রধর্ম ইসলাম না হলেও কেন তারা তাদের মত করে চলতে পারবে না? যেদিন থেকে বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম করা হয়েছে, সেদিন থেকে আজ পর্যন্ত বাংলাদেশের মুসলমানরা কতটুকু স্বাধীনভাবে তাদের আচার অনুষ্ঠান পালন করতে পেরেছে? খুব একটা পারেনাই, কিন্তু রাষ্ট্র ধর্ম হিন্দু বা খৃষ্ঠান না হওয়া সত্ত্বেও তারা পারছে।

রাষ্ট্রধর্ম ইসলাম হলেই কি আর না হলেই, তবে সংবিধান থেকে ইসলাম উঠিয়ে দিলে সুদূরপ্রসারী একটা খারাপ ফলতো বয়ে আনবেই।

আমাদের আজকের যা অবস্থা, আলেম সমাজ বলেন আর সাধারণ মানুষ, সবাই প্রস্তুত আছি সরকারের এমন সিদ্ধান্ত মেনে নিতে।
০৮ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:২২
299831
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ভাই, আমাদের তিন দিকে মুশরিক শক্তি, এক দিকে সাগর। মুশরিক শক্তি ইসলামের অস্তি্ত্য কখনো বরদাশত করবেনা। নাস্তিকেরা অন্য ধর্মনিয়ে কোন মাথা ব্যাথা করেনা, তাদের একমাত্র সমস্যা ইসলাম। তবে এই অবস্থায় বাংলাদেশের আলেম সমাজের ভূমিকা খুব হতাশাজনক।
ধন্যবাদ আপনাকে
361836
০৮ মার্চ ২০১৬ রাত ০৮:৩৮
আফরা লিখেছেন : মুসলমানদের ঈমানী শক্তির তেজ যদি না থাকে শুধু নামে মুসলমান হলে তো অবস্থা খারাপ হবেই ।
অনেক ধন্যবাদ ভাইয়া ।
০৮ মার্চ ২০১৬ রাত ০৯:০৩
299847
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম কেমন আছেন?
আফরা আপু, বাংলাদেশের নামধারী ৯০% মুসলিম ও আলেম সমাজ এখনো গভীর ঘুমে নিমগ্ন, কিন্তু যখন তাদের ঘুম ভাঙ্গবে তখন আর করার কিছুই থাকবেনা। এই জাতীর কপালে কি আছে আল্লাহই ভাল জানেন। ধন্যবাদ আপনাকে
০৮ মার্চ ২০১৬ রাত ০৯:০৬
299850
আফরা লিখেছেন : ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু ভাইয়া । আলহামদুল্লিলাহ ! আমি ভাল আছি ভাইয়া ।

কপালে আর কি আছে বঙ্গোপোসাগরে ডুবানি ছাড়া ।
০৮ মার্চ ২০১৬ রাত ০৯:৪১
299873
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আজ জামাত ইসলাম নির্যাতিত হচ্ছে অন্যরা হাসতেছে, অথচ তারা একটু বুঝতে চেষ্টা করতেছেনা যে এই নির্যাতন জামাতের উপর না, এটা ইসলামের উপর। ভাল মানুষ গুলোকে একে একে হত্যা করতেছে।
361845
০৮ মার্চ ২০১৬ রাত ০৯:০৫
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুহৃদ ভাই। বাংলাদের পরিস্থিতি যে খুবিই দুর্যোগপূর্ণ এতে কোনই সন্দেহ নেই।

অত্যন্ত মূল্যবান সময়োপযোগী একটি লিখা শেয়ার করার জন্য জাজাকাল্লাহু খাইর।
০৮ মার্চ ২০১৬ রাত ০৯:২৫
299859
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ওয়াইলাইকুম আসসালামু ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। কেমন আছেন আপু? খুব দুঃখ লাগে যখন দেখি ইসলাম ও মুসলিমদের এই দূর অবস্থায় ও আলেম সমাজ ঐক্যের ডাক না দিয়ে পরষ্পর ঝগড়ায় লিপ্ত।
রাম রাজত্ব কায়েম হয়ে গেলে তখন হয়তো এদের বোধোদয় হবে। ধন্যবাদ আপনাকে
361849
০৮ মার্চ ২০১৬ রাত ০৯:২২
শেখের পোলা লিখেছেন : 'ভাবিতে উচিৎ ছিল প্রতিজ্ঞা যখন'৷ এ প্রবাদটায় হয়ত অনেকেই বিষ্মিত হবেন৷ কিন্তু এটাই সত্যি৷ বাঘের কাছে ৭১ এ আমরা ছাগল বর্গা দিয়েছিলাম৷ তা বাঘে খেয়েনিলে আফসোস করে আর কি হবে৷ এভাবেই আমরা ইসলামকেও যাদের হাতে বর্গা দিয়েছি তারা খেয়ে ফেললে কি করার আছে৷ আর একবার গৃহযুদ্ধ করলে যদি উদ্ধার হয়৷ তাও সম্ভব হবে কি? যারা এর সিপাহ সালার ছিল তাদেরও খেয়ে নিয়েছে৷ এখন আছে মৌলানা মাসুদ আর ডিজি শামীমরা৷ক্ষমতায়৷ শুধুই দেখে যাই আসুন৷
০৮ মার্চ ২০১৬ রাত ০৯:৩৬
299871
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম, ভাই বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করার পথে যারা বাধা ছিল তাদেরকে এক এক করে শেষ করে দিয়েছে। নামধারী মুসলিমদের সামনে যুদ্ধাপরাধী নামক মুলা জুলিয়ে ইসলামকে চূডান্তরুপে ধংশের নীল নকশা বাস্তবায়ন চলছে। অথচ জাতি সত্যকে দেখেও না দেখার ভান করে যাচ্ছে! খুব দুঃখজনক।
361859
০৮ মার্চ ২০১৬ রাত ০৯:৫৪
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : এখনই প্রতিরোধ গড়ে তুলতে হবে।
০৮ মার্চ ২০১৬ রাত ১০:০৪
299877
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : হেফাজত এখনো ঘুমিয়ে আছে, অন্যরা সরকারের সাথে আতাতে ব্যস্ত, জামাত ইসলাম জুলুম নির্যাতনের শিকার। আর সাধারন মুসলিম এখনো অজ্ঞতার মধ্যেই আছে। জানিনা জাতির কপালে কি আছে। ধন্যবাদ আপনাকে
০৮ মার্চ ২০১৬ রাত ১০:১৯
299881
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : হেফাজত এই চক্রান্তের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে। আশা করি তারা কঠিন আন্দোলনে যাবে এই নিয়ে। ধন্যবাদ আপনাকেও।
০৯ মার্চ ২০১৬ রাত ০১:০০
299892
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ভাই শুধু বিবৃতি দিয়ে বসে থাকলে হবেনা, কঠিন আন্দোলনে যেতেই হবে। আল্লামা শফি হুজুর ডাক দিলে বাংলার মুসলিম অবশ্যই সাড়া দিবে। ধন্যবাদ আপনাকে
361866
০৮ মার্চ ২০১৬ রাত ১১:১৯
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জাযাকাল্লাহ খাইর
০৯ মার্চ ২০১৬ রাত ১২:৫৮
299891
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ওয়াইলাইকুম সালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ
০৯ মার্চ ২০১৬ রাত ০১:০৫
299893
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : হুজুর এখন আর বসে থাকার সুযোগ নাই। ঈমানের দাবিতে এবার আন্দোলনে নামতেই হবে। রাম রাজত্ব কায়েম হয়ে গেলে তখন আর লাভ হবেনা।
361895
০৯ মার্চ ২০১৬ রাত ০৩:০৮
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম।

ভাবতেও ভয়ংকর লাগে!

শুধু মাত্র বল শক্তি নয় বরং বুদ্ধুবৃদ্ধিক শক্তি দিয়ে জালিমদের সাথে লড়তে হবে!

শুকরিয়া!

০৯ মার্চ ২০১৬ দুপুর ১২:০৩
299921
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ওয়াইলাইকুম সালাম, আপু কেমন আছেন? আমাদের কাছে ভাবতে ভয়ংকর লাগলেও বাংলার আলেমদের কাছে বিষয়টা একটা মামুলি ব্যাপার মনে হয়, তাই তারা নাকে তেল দিয়েই ঘুমাচ্ছে! সময় চলে গেলে তখন আর কোন লাভ হবেনা। ধন্যবাদ আপনাকে
১০
361906
০৯ মার্চ ২০১৬ সকাল ০৫:১১
পললব লিখেছেন : বিষয়টি ভালোভাবে তোলার জন্য ধন্যবাদ।
০৯ মার্চ ২০১৬ দুপুর ১২:০৩
299922
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : প্রিয় ভাই পললব, সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
১১
362165
১১ মার্চ ২০১৬ দুপুর ০৩:১৭
বিবর্ন সন্ধা লিখেছেন : Assalamu alaikum

রাষ্ট ধর্ম ইসলাম থাকলে ই বা কি লাভ হচ্ছে??
এ দেশে কুরবানির পিক দিলে , হাউকাউ হয়
এবং তা রিমুভ করতে হয় …

আল্লাহ তা’আলা আমাদের সকলকে সঠিক টা বুঝার তাওফিক দান করুন।
আমীন
১২ মার্চ ২০১৬ দুপুর ০১:১৭
300187
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ওয়াইলাইকুম সালাম,রাষ্ট ধর্ম ইসলাম এখনো আছে বলে অন্তত কোরবানী করা যাচ্ছে, কিন্তু যখন রাষ্ট ধর্ম ইসলাম থাকবেনা তখন বাংলাদেশে আর গরু কোরবানী করা যাবেনা.. অন্যান্য সব ইসলামিক বিষাদিতেও একই অবস্থা হবে।
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
১২
363214
২১ মার্চ ২০১৬ রাত ১১:৩৩
মোহাম্মদ লোকমান লিখেছেন : জাযাকআল্লাহ! মুসলমানেরা নিজেদের মধ্যে ফতোয়া নিয়ে ব্যস্ত। এই সুযোগটাই গ্রহণ করছে বাতিল।
২৫ মার্চ ২০১৬ রাত ০৮:০৮
301422
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ,৯০% মুসলিমের দেশে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে বহাল রাখার জন্য আন্দোলন করতে হয়, এটা বড় লজ্জার, যদিও আমাদের প্রধানমন্ত্রী তাহাজ্জুদ পরেন আর দীলিপ বড়ুয়াও চাক্ষুষ সাক্ষী থাকে!!!
সুন্দর কমেন্টের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
১৩
363269
২২ মার্চ ২০১৬ দুপুর ০৩:৩৩
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : মজলুমের হাহাকার দিন দিন বাড়ছে। আল্লাহ আমাদের সহায় হোন। বাগদাদে যখন হালাকু খাঁ আক্রমণ করে তখন মুসলমানরা অপ্রয়োজনীয় ফতওয়া ও মতভেদ নিয়ে ছিলো ব্যস্ত। আমাদেরও ঐক্যের বড়ই অভাব।

জলজ্যান্ত একটি উদাহরণ দিচ্ছিঃ
সেদিন বাসার সন্নিকটে ওয়াজ হচ্ছিল যার প্রধান অতিথি ছিলেন আল্লামা জুনায়েদ বাবুনগরী। বিশেষ অতিথির তালিকায় ছিলেন ডিএমপি'র ডেপুটি কমিশনার পদবীর একজন পুলিশকর্তা। পুলিশকর্তা তার বক্তৃতায় বললো, ‍"আমি ক্বওমী মাদ্রাসাকে ভালোবাসি কারণ এখানে মওদূদীবাদের বিরুদ্ধে শিক্ষা দেয়া হয়।"
২৫ মার্চ ২০১৬ রাত ০৮:১৫
301423
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম, আমাদের দেশের মুসলিমেরা হচ্ছে হুজুগি। তারা শোনা কথায় বেশি কান দেয়, তাদেরকে মওদুদি বিরোধী যে সমস্ত কথা বলা হয় তারা তা যাচাই না করে বিশ্বাস করে। তাদের এই দূর্বলতার সুযোগটা বিরোধী রাজনীতিবিদেরা ভালই কাজে লাগাচ্ছে। তারা যদি মওদুদির লিখা বই গুলো পড়তো, মওদুদি সম্পর্কে ভাল করে খোজ খবর নিত তাহলে হয়তো তারাই মওদুদির একনিষ্ট ভক্ত হয়ে যেত।
Worried
১৪
363646
২৬ মার্চ ২০১৬ সকাল ০৮:৫৬
গাজী সালাউদ্দিন লিখেছেন : স্বাধীনতা দিবসে ব্লগীয় আয়োজনে একটা লেখা পোস্ট করুন না ব্রাদার। খুব সংক্ষেপ হলে ভালো হয়
২৭ মার্চ ২০১৬ বিকাল ০৪:৪৭
301617
গাজী সালাউদ্দিন লিখেছেন : ২৭ মার্চ রবিবার বাংলাদেশ সময় সন্ধা ৭ টার আয়োজনে সকলের অংশগ্রহন কামনা করি। পরিচালক (গাজী সালাউদ্দিন) পোস্ট দেয়ার সাথে সাথে অন্যরা মন্তব্যের ঘরে অর্পিত দায়িত্ব আন্জাম দেব। পরিচালক তার পোস্টে ব্লগারের নামসহ এগুলো যোগ করে সবগুলোকে এক পোস্টে রুপায়িত করবেন।
০৫ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:১৫
302548
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম, প্রিয় ভাই, সময়মত ব্লগে আসতে না পারার কারনে অনেক গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট মিছ করে পেললাম।
ধন্যবাদ আপনাকেSmug
১৫
368049
০৫ মে ২০১৬ দুপুর ১২:৫১
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : খুবই গুরুত্বপূর্ণ, সচেতনতামুলক এবং সময়োপযোগী পোস্ট। কামাল আতাতুর্কের সাঙ্গ-পাঙ্গরা সবখানেই এভাবে শাশ্বত আদর্শ ইসলামের বিরুদ্ধে খড়গ চালাচ্ছে। দেরী করে পড়ার জন্য দু:খিত..
০৬ মে ২০১৬ সকাল ০৭:২৮
305520
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম প্রিয় ভাই ব্লগে আপনার উপস্থিতি সবসমই আনন্দদায়ক। আজ ফেরাউন, নমরুদ, আবুজেহেল ও কামাল আতাতুর্কের ফেতাত্তারা বাংলাদেশকে গ্রাস করে আছে। ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File