আমরা আসলেই কপাল পোড়া জাতী!!
লিখেছেন লিখেছেন দিল মোহাম্মদ মামুন ২০ অক্টোবর, ২০১৫, ১২:১৪:৫৮ দুপুর
ছোটকালে পাঠ্য বইতে পড়েছিলাম বাঙালি জাতীর গর্ব বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু অনেক চেস্টা ও পরিশ্রমের ফলে বেতারযন্ত্র আবিষ্কার করেছিলেন। শুধুমাত্র দুনিয়াবাসীর সামনে ঘোষনাটাই দেওয়ার বাকি ছিল। কিন্তু তার আগেই বিজ্ঞানী মার্কনি বেতারযন্ত্র আবিষ্কারের ঘোষণা দিয়ে দিল। পুরা দুনিয়াবাসী বেতার যন্ত্রের আবিষ্কারক হিসেবে মার্কনিকেই ছিনলো! তখনকার সময়ে দুনিয়ার সেরা বিজ্ঞানী হয়েও বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর নামটা চাপা পড়ে গেল।
কয়েকযুগ পর মহান আল্লাহ এই অভাগা জাতীর প্রতি করুনা করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে এক বিজ্ঞান মনস্কা সন্তান দান করলেন। দুনিয়ায় আসার পর থেকেই তিনি এই অভাগা জাতীর জন্য, এই অভাগা জাতীকে মাথা উচু করে দুনিয়ার বুকে দাড় করানোর জন্য নিরবে বছরের পর বছর চেস্টা চালিয়ে যুগের সেরা চমক চার্চিং ইঞ্জিন আবিস্কার করলেন। কিন্তু এই হতভাগা জাতীর পিছনে ষড়যন্ত্রকারীরা যুগ যুগ ধরে লেগেই আছে। তাই এবার ও এই হতভাগা জাতীর কর্ণধার স্বনামধন্য বিজ্ঞানী সজিব ওয়াজেদ জয়কে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর ভাগ্য বরণ করতে হলো।
"গুগল" বিজ্ঞানী সজিব ওয়াজেদ জয়ের সব চেস্টা ও পরিশ্রমকে বিপল করে দিয়ে এই হতভাগা জাতীকে নিরাষার সাগরে ভাসিয়ে দিল।
দেশী-বিদেশী ষড়যন্ত্র আমাদের সব স্বপ্ন চুরমার করে দিল। এইভাবে আর কত দিন? আমরা কি পারিনা জাতিসংঘের সামনে গিয়ে একটা প্রতিবাদ সভার আয়োজন করতে? মাননীয় প্রধানমন্ত্রী দয়া করে আপনি আর চুপ থাকবেন না। আপনি এর একটা বিহিত করুন, আমরা আপনার সাথে আছি, পাছে লোকে কত কথা বলবে তাতে কি আসে যায়, আপনি এগিয়ে যান..।
বিষয়: বিবিধ
১৯৫১ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জানিনা ভবিষ্যতে যদি নাতির হাতে দেশের শাসনভার আসে, তখন এই অভাগা জাতির কি হবে !!!
ধন্যবাদ আপনাকে ভাইয়া
যথার্থ বলেছেন, সহমত
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
মুসলিমদের বলতে হবেঃ নসীব খারাপ, তাকদীরের লিখন, ভাগ্য খারাপ ইত্যাদি।
সুন্দর পোষ্টটির জন্য শুকরিয়া। জাযাকাল্লাহ খাইর
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
হা হা হা দেখুন আমি বিরোধীতা করতেছিনা। আপনি হয়তো জানেন না, জাতীর নাতির দু:খে আমার কলিজা ফেটে যায় যায় এমন হয়ে গেছে....
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
চমৎকার উপমা টেনে বিশ্লষন করেছেন। বেশ উপভোগ্য ! সামনে আরো অনেক কিছু শুনতে হতে পারে
শুকরিয়া
....
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!
মন্তব্য করতে লগইন করুন