বিচারপতি এস.কে সিনহা, আপনাকে অভিনন্দন!

লিখেছেন লিখেছেন দিল মোহাম্মদ মামুন ১৯ জানুয়ারি, ২০১৫, ০৫:২৭:৩০ বিকাল



আপনি ৯০% মুসলিমের দেশে যেইভাবেই হোক প্রধান বিচারপতি হওয়াতে আপনাকে নিয়ে নিন্দুকেরা নানান আলোচনা ও সমালোচনা করতেছে, কারণ আপনি অমুসলিম। কিছু মুসলিম আপনাকে পেয়ে খুশি হয়েছে আবার কিছু মুসলিম তাদের ধর্মীয় চেতনায় আঘাত পেয়েছে। একজন হতভাগা মুসলিম হিসেবে আমি আপনাকে অভিনন্দন জানাই।

স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশে যতজন প্রধান বিচারপতি ছিলেন, তারা কেউ কোরআন ও হাদিস দিয়ে বিচার করেননি। দেশের সর্বোচ্চ ক্ষমতা পেয়েও তারা ইসলামের পক্ষে উল্লেখযোগ্য কোন কাজ করেন নি। তারা তাদের কলম নামক অস্র দিয়ে নির্দয় ভাবেই ইসলামকে রক্তাক্ত করেছেন, আল্লাহকে ভয় না করে দুনিয়ার প্রভুদের খুশি করার জন্য নিষ্পাপ লোককেও মৃত্যুদন্ড দিতে তাদের বিবেকে বাঁধেনি।

মুসলিম বিচারপতি হয়েও যারা ইসলামের ও মানবতার কল্যানের জন্য ন্যায়বিচার করেনা, আল্লাহ কে ভয় করেনা, ইসলামী বিধানের বিরুদ্ধে রায় প্রদান করতে যাদের বিন্দুমাত্র ও অনুশোচনা হয়না, ঐ সমস্ত মুসলিম নামধারী বিচারপতির চেয়ে আমি আপনাকে উত্তম মনে করি। আপনার প্রতি উদাত্ত আহবান থাকবে, আপনি দল, মত, ধর্ম, বর্ণ সবকিছুর ঊর্ধে থেকে সুবিচারকের দায়িত্ব পালন করে একটা ইতিহাস সৃষ্টি করবেন। আপনার প্রতি আমার শুভ কামনা রইলো।

বাংলাদেশের সংসদ ভবনে স্বরস্বতি পুজা অনুষ্ঠিত হলে অবাক হওয়ার কি আছে?? ৯০% মুসলিমের দেশে যেই সংসদে বসে সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস বাদ দিয়ে সেখানে ধর্ম নিরপেক্ষ লিখা হয়, সেখানে স্বরস্বতি পুজা হওয়াটাই স্বাভাবিক। যাদের মনের মাঝে আল্লাহর স্থান নাই, আল্লাহর বিধান নিয়ে যারা কটাক্ষ করে, তাদের মুসলিম নাম দিয়ে কি আসে যায়? তারাইতো স্বরস্বতি পুজার যোগ্য।

তাই আসুন, অন্যের দোষ খোজার আগে নিজেকে একবার প্রশ্ন করি, আমি কতটুকু মুসলিম! আমি ব্যক্তিগতভাবে ইসলামকে কতটুকু মানি?আপনি ৯০% মুসলিমের দেশে যেইভাবেই হোক প্রধান বিচারপতি হওয়াতে আপনাকে নিয়ে নিন্দুকেরা নানান আলোচনা ও সমালোচনা করতেছে, কারণ আপনি অমুসলিম। কিছু মুসলিম আপনাকে পেয়ে খুশি হয়েছে আবার কিছু মুসলিম তাদের ধর্মীয় চেতনায় আঘাত পেয়েছে। একজন হতভাগা মুসলিম হিসেবে আমি আপনাকে অভিনন্দন জানাই।

স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশে যতজন প্রধান বিচারপতি ছিলেন, তারা কেউ কোরআন ও হাদিস দিয়ে বিচার করেননি। দেশের সর্বোচ্চ ক্ষমতা পেয়েও তারা ইসলামের পক্ষে উল্লেখযোগ্য কোন কাজ করেন নি। তারা তাদের কলম নামক অস্র দিয়ে নির্দয় ভাবেই ইসলামকে রক্তাক্ত করেছেন, আল্লাহকে ভয় না করে দুনিয়ার প্রভুদের খুশি করার জন্য নিষ্পাপ লোককেও মৃত্যুদন্ড দিতে তাদের বিবেকে বাঁধেনি।

মুসলিম বিচারপতি হয়েও যারা ইসলামের ও মানবতার কল্যানের জন্য ন্যায়বিচার করেনা, আল্লাহ কে ভয় করেনা, ইসলামী বিধানের বিরুদ্ধে রায় প্রদান করতে যাদের বিন্দুমাত্র ও অনুশোচনা হয়না, ঐ সমস্ত মুসলিম নামধারী বিচারপতির চেয়ে আমি আপনাকে উত্তম মনে করি। আপনার প্রতি উদাত্ত আহবান থাকবে, আপনি দল, মত, ধর্ম, বর্ণ সবকিছুর ঊর্ধে থেকে সুবিচারকের দায়িত্ব পালন করে একটা ইতিহাস সৃষ্টি করবেন। আপনার প্রতি আমার শুভ কামনা রইলো।

বাংলাদেশের সংসদ ভবনে স্বরস্বতি পুজা অনুষ্ঠিত হলে অবাক হওয়ার কি আছে?? ৯০% মুসলিমের দেশে যেই সংসদে বসে সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস বাদ দিয়ে সেখানে ধর্ম নিরপেক্ষ লিখা হয়, সেখানে স্বরস্বতি পুজা হওয়াটাই স্বাভাবিক। যাদের মনের মাঝে আল্লাহর স্থান নাই, আল্লাহর বিধান নিয়ে যারা কটাক্ষ করে, তাদের মুসলিম নাম দিয়ে কি আসে যায়? তারাইতো স্বরস্বতি পুজার যোগ্য।

তাই আসুন, অন্যের দোষ খোজার আগে নিজেকে একবার প্রশ্ন করি, আমি কতটুকু মুসলিম! আমি ব্যক্তিগতভাবে ইসলামকে কতটুকু মানি?

বিষয়: বিবিধ

১৮০০ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

300856
২০ জানুয়ারি ২০১৫ রাত ১২:২৩
জুমানা লিখেছেন : ধন্যবাদ
২০ জানুয়ারি ২০১৫ রাত ০১:৫৫
243387
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : কষ্ট করে পডার জন্য আপনাকে ও ধন্যবাদ
300865
২০ জানুয়ারি ২০১৫ রাত ০৩:৫২
কাহাফ লিখেছেন : আপনার অনুভূতির সাথে আমিও একমত!
মানুষের সামগ্রিক কর্মকান্ডের ফল আল্লাহ যথার্থই দেন! এ বিষয়টাও তেমনি!
মুসলিম হিসেবে স্বীয় দায়িত্ব যথাযত ভাবে পালন করলেই আল্লাহর রহমত বর্ষিত হবে সমাজে!!
২০ জানুয়ারি ২০১৫ সকাল ০৯:১২
243409
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : কষ্ট করে পড়ার জন্য ও সুন্দর মন্তব্যের জন্য কাহাফ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজ মুসলিমদের ঈমান দূর্বল হয়ে গেছে, তাই আল্লাহ ও তাদের উপর গজব চাপিয়ে দিয়েছেন।
300878
২০ জানুয়ারি ২০১৫ সকাল ০৮:৫১
sarkar লিখেছেন : দুঃখিত।আপনার সাথে একমত হতে পারলাম না।কারণ এস কে সিনহা আগের বিচারক দের ই প্রতিচ্ছবি মাত্র।আপনি হয়ত জানেন না এক বিচারে সে বলেছিল truth is not abidience for justise,as a reasult he become head justise of suprime court,
২০ জানুয়ারি ২০১৫ সকাল ০৯:১৫
243410
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : সরকার ভাই, আমি আমার মতামত তুলে ধরলাম, দ্বিমত থাকাটাই স্বাভাবিক। আচ্ছা ভাই, এত দিন তো মুসলিম বিচারপতি ছিল, তারা ইসলামের জন্য কি উল্লেখযোগ্য কাজ করেছে একটু বললে জানতে পারতাম। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
300910
২০ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:১৭
হতভাগা লিখেছেন : রাষ্ট্রপ্রধানের পদেও হিন্দু ধর্মাবলম্বীদের কাউকে আনার চিন্তা ভাবনা সরকারের আছে ।
২০ জানুয়ারি ২০১৫ বিকাল ০৪:২২
243428
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ, তবে কালোবিডাল খ্যাত সুরঞ্জিত কে রাষ্ট্রপতি বানালেও অবাক হওয়ার কিছুই নাই। দেশ আর আমাদের নাই, ইন্ডিয়ার একটা প্রদেশ হয়ে গেছে।
300925
২০ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:০২
আফরা লিখেছেন : ধন্যবাদ ।
২০ জানুয়ারি ২০১৫ বিকাল ০৪:৫২
243433
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আফরা আপু, কষ্ট করে পডার জন্য ও মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
301237
২২ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:৩৫
হতভাগা লিখেছেন : ভাইজান , বার বার পড়ার আমন্ত্রন জানাচ্ছেন কেন পোস্টে কমেন্ট করা সত্ত্বেও ? নাকি টেকনিক্যাল ফল্ট?
301317
২২ জানুয়ারি ২০১৫ রাত ০৯:২৪
অবুঝমন লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ
২৩ জানুয়ারি ২০১৫ রাত ০২:১৬
243778
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : কষ্ট করে পড়ার জন্য ও মন্তব্যের জন্য ভাই অবুঝমন আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File