এই লজ্জা কার? কোন দলের নাকি পুরা জাতির??
লিখেছেন লিখেছেন দিল মোহাম্মদ মামুন ২৮ ডিসেম্বর, ২০১৪, ০৭:৪৫:১৪ সন্ধ্যা
প্রধানমন্ত্রীর আরব-আমিরাত সফর নিয়ে কিছু লিখার ইচ্ছা ছিল না। কষ্ট করে হলেও সবকিছুই নিরবে সহ্য করে যাচ্ছিলাম। কিন্তু প্রধানমন্ত্রী ও তার দলের ভাব দেখে আর চুপ থাকতে পারলাম না। তাই কিছু বলার প্রয়োজনবোধ করলাম।
প্রথমত, প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয়ভাবে আমিরাত সরকার দাওয়াত দেননি, প্রধানমন্ত্রী এসেছিল ব্যক্তিগত সফরে, তবুও একটা দেশের প্রধান মন্ত্রী হিসাবে ন্যুনতম সন্মান দেখানোর জন্য আমিরাত সরকার তাদের একজন প্রতিমন্ত্রীকে পাঠিয়েছিল। যেটা অতীতে বাংলাদেশের কোন প্রধান মন্ত্রীর বেলায় হয়নি। এমনকি বাংলাদেশের কোন মন্ত্রী আসলেও তাকে রিসিভ করার জন্য এখানকার কোন পূর্ণমন্ত্রী এয়ারপোর্টে উপস্থিত থাকতেন!!! প্রতিটা দেশের রাষ্ট্র প্রধান অথবা প্রধানমন্ত্রীর থাকার ব্যবস্থা করা হয় "ইমারটস প্যালেসে" অথচ প্রধানমন্ত্রীকে থাকতে হয়েছে একটা হোটেলের রুম ভাড়া করে!!!
দ্বিতীয়ত, এখানে প্রবাসি বাংলাদেশিরা বর্তমান কোম্পানিতে সুযোগ-সুবিদা চাহিদামত না পাওয়ায় অন্য কোম্পানিতে ভিসা ট্রান্সফারের জন্য দীর্ঘদিন অপেক্ষায় ছিল, তাদের আশা ছিল, নতুন ভিসা চালু না করলেও অন্তত ট্রান্সফার টা চালু করার জন্য প্রধানমন্ত্রী কিছু একটা করবে!!! কিন্তু কি করলো!! ভিসা চালু অথবা ট্রান্সফার টাও চালু করতে পারলোইনা বরং প্রতি বছর বাংলাদেশ থেকে একহাজার নারী শ্রমিক নেওয়ার জন্য চুক্তি করলো!!! অথচ এই চুক্তি ছাড়াও প্রতিবছর কয়েকহাজার নারী আসতেছে!!
বাংলাদেশিদের কাছে আমার প্রশ্ন, আপনি কি আপনার কোন বোনকে আরবিদের ঘরের কাজ করার জন্য পাঠাবেন??? ইতিপূর্বে যারাই ঘরের কাজ করার জন্য আরব-আমিরাতে এসেছিল, তাদের করুন কাহিনী তো আপনারা টিভিতে দেখেছেন! জানিনা প্রধানমন্ত্রী কি ধরনের নারীর অধিকার প্রতিষ্ঠা করতে চাচ্ছে!!!
খুব কষ্টের সাথে বলতে হচ্ছে, প্রধানমন্ত্রী দেশে যাবার পর থেকে বিভিন্ন কোম্পানিতে কর্মরত বাংলাদেশিদের উপর যেন মানসিক নির্যাতন শুরু হয়ে গেছে !!! আরবিদের ঘরে ভিসা লাগানোর যে সুযোগ টা এতদিন ছিল, তাও অনেকটা বন্ধ হয়ে গেছে!!! এখন দ্বিগুণ টাকা খরচ করেও ঘরের ভিসা বের করা যাচ্ছেনা।
বর্তমানে আমিরাত প্রবাসিদের অবস্থা হলো, দল,মত নির্বিশেষে সবাই প্রধানমন্ত্রীকে গালি দিচ্ছে। সবাই মনে করতেছে আরব-আমিরাত সরকার দুবাই এক্সপোকে ভোট দেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ করা সত্ত্বেও রাশিয়াকে ভোট দেওয়ায় ও বাংলাদেশের আলেমদের উপর নির্যাতন চালানোর কারনেই আরব-আমিরাত সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গুরুত্ব দেননি। আমার পরিচিত আওয়ামীলীগ এর সমর্থক যারা আছে, তাদের গালির মাত্রা শুনলে নিজের কাছেও লজ্জা লাগে !!! এটা হলো চরম হতাশার ফল।
দেশের মধ্যে যাইহোক না কেন আমরা বিদেশের মাটিতে বাংলাদেশের প্রধান মন্ত্রীর সাথে এই আচরনে চরমভাবেই হতাশাগ্রস্থ হয়েছি।কিন্তু দেশে গিয়েই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাবখানা দেখে মনে হলো, যেন বিশ্বজয় করেই জননেত্রী দেশে গেছেন!!! লজ্জায় আর বাচিনা।
বিষয়: বিবিধ
৩৩৫৪ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ
মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
বিদেশে থাকা প্রবাসীরা আসল খবর জানলেও হলুদ মিডিয়ার কল্যাণে পার পেয়ে যাচ্ছে বর্তমান সরকার!
প্রতিটা বিষয়েই মিথ্যাচারের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে!
বাংলাদেশী জনতাই দায়ী এর জন্যে!!!
যাজাকাল্লাহ খায়ের
মন্তব্য করতে লগইন করুন