"মা জননী"

লিখেছেন লিখেছেন দিল মোহাম্মদ মামুন ২৭ ডিসেম্বর, ২০১৪, ০৫:৩৩:০৪ বিকাল



"মা জননী"

দিল মোহাম্মাদ মামুন

মাগো, তুমি কেমন আছো?

জীবন বাজী রেখে আমায় ভুমিষ্ট করেছো!

অনেক কষ্ট দিয়েছি তোমায়

নোংরা হয়ে যেতাম বার বার,

শত কাজ ও কষ্টের মাঝেও

পরিষ্কার করতে যে আবার!

লালনপালন করেছো তুমি,দিয়েছ সেবাযত্ন,

পৃথিবীতে আছে যে আমার, মা নামের এক রত্ন।

আমার অসুস্থতায় তোমার হাসিমাখা মুখ, হয়ে যেত ম্লান

তুমিই মা সবার সেরা, আমার প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান।

অনেক কষ্ট দিয়েছি মাগো, তবুও আমি তোমারি সন্তান

রোজহাশরে কিভাবে হবো, মহান প্রভুর সামনে দন্ডায়মান।

অভিশাপ দিওনা মাগো, তুমিই আমার গর্ব

রাসূল বলেছেন, তোমারি পদতলে আমার স্বর্গ।

শিখিয়েছিলে আদবকায়দা, দিয়েছিলে আমায় জ্ঞান

জীবন দিয়ে রক্ষা করবো, মাগো তোমার সন্মান।

বিষয়: বিবিধ

১৮২০ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

297506
২৭ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:৪৩
আফরা লিখেছেন : অনেক অনেক ভাল লাগেছে ভাইয়া । পৃথিবীর সকল সন্তানকে আল্লাহ হেদায়াত দান করুন যাতে তারা মা,বাবাদের সঠিক সন্মান করে । আমীন ।

অনেক ধন্যবাদ ভাইয়া ।
২৭ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৫২
240933
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আমার মা আমার জান্নাত, আজ ৫ বছর মা কে দেখিনি। তাই মাকে খুব মিছ করতেছি। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
297517
২৭ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪১
অনেক পথ বাকি লিখেছেন : অভিশাপ দিওনা মাগো, তুমিই আমার গর্ব
রাসূল বলেছেন, তোমারি পদতলে আমার স্বর্গ। Rose Rose Rose
২৭ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৫৩
240934
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
297559
২৭ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:২১
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : মাকে নিয়ে আপনার কবিতাটা অসাধারণ হয়েছে। সেইসাথে কিছুটা আবেগপ্রবণ হয়ে গেলাম। Sad
২৭ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:২৫
240937
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আমার কবিতাটা পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সত্যিই আম্মুকে খুব মিছ করতেছি।
297618
২৮ ডিসেম্বর ২০১৪ রাত ০২:১৯
নাছির আলী লিখেছেন : অভিশাপ দিওনা মাগো, তুমিই আমার গর্ব
রাসূল বলেছেন, তোমারি পদতলে আমার স্বর্গ। ভালো লাগলো অনেক ধন্যবা।
২৮ ডিসেম্বর ২০১৪ রাত ০২:৪০
240991
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : নাছির ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ,
298020
৩০ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:৪৮
কাহাফ লিখেছেন :
'আমার মা! আমার জান্নাত!'
এই অনুভূতির কিছুটাও যদি আমাদের উপলব্ধিতে আসে তাহলে 'মা'দের প্রতি যথাযথ কর্তব্য পালন অবশ্যই করতে পারবো সাধ্যমত!
আল্লাহ আমাদের সবাই কে সে তৌফিক দান করুন,আমিন!! Thumbs Up Thumbs Up Thumbs Up
৩০ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৩১
241304
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : কাহাফ ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ছুম্মা আমিন।
298092
৩০ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:১৯
নিরবে লিখেছেন : মা
৩০ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৪
241367
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
319297
১০ মে ২০১৫ রাত ০৯:২৮
আবু জারীর লিখেছেন : মা'কে হারিয়েছি প্রায় বিশ বছর হতে চলেছে।

আজকের মা'দিবসেই নয়
তিনি আছেন সদা সর্বদা আমার চেতনায়।
১০ মে ২০১৫ রাত ০৯:৩২
260405
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আজ পাঁচ বছর দেশের বাহিরে আছি। কিন্তু প্রতিদিন একবারের জন্য হলেও ফোন করতেই হয়।স্কাইপি তে আম্মুকে যখন দেখি, তখন খুব কষ্ট লাগে। আপনার আম্মুকে আল্লাহ জান্নাত নসিব করুক.... সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File