"মা জননী"
লিখেছেন লিখেছেন দিল মোহাম্মদ মামুন ২৭ ডিসেম্বর, ২০১৪, ০৫:৩৩:০৪ বিকাল
"মা জননী"
দিল মোহাম্মাদ মামুন
মাগো, তুমি কেমন আছো?
জীবন বাজী রেখে আমায় ভুমিষ্ট করেছো!
অনেক কষ্ট দিয়েছি তোমায়
নোংরা হয়ে যেতাম বার বার,
শত কাজ ও কষ্টের মাঝেও
পরিষ্কার করতে যে আবার!
লালনপালন করেছো তুমি,দিয়েছ সেবাযত্ন,
পৃথিবীতে আছে যে আমার, মা নামের এক রত্ন।
আমার অসুস্থতায় তোমার হাসিমাখা মুখ, হয়ে যেত ম্লান
তুমিই মা সবার সেরা, আমার প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান।
অনেক কষ্ট দিয়েছি মাগো, তবুও আমি তোমারি সন্তান
রোজহাশরে কিভাবে হবো, মহান প্রভুর সামনে দন্ডায়মান।
অভিশাপ দিওনা মাগো, তুমিই আমার গর্ব
রাসূল বলেছেন, তোমারি পদতলে আমার স্বর্গ।
শিখিয়েছিলে আদবকায়দা, দিয়েছিলে আমায় জ্ঞান
জীবন দিয়ে রক্ষা করবো, মাগো তোমার সন্মান।
বিষয়: বিবিধ
১৮২০ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ ভাইয়া ।
রাসূল বলেছেন, তোমারি পদতলে আমার স্বর্গ।
রাসূল বলেছেন, তোমারি পদতলে আমার স্বর্গ। ভালো লাগলো অনেক ধন্যবা।
'আমার মা! আমার জান্নাত!'
এই অনুভূতির কিছুটাও যদি আমাদের উপলব্ধিতে আসে তাহলে 'মা'দের প্রতি যথাযথ কর্তব্য পালন অবশ্যই করতে পারবো সাধ্যমত!
আল্লাহ আমাদের সবাই কে সে তৌফিক দান করুন,আমিন!!
আজকের মা'দিবসেই নয়
তিনি আছেন সদা সর্বদা আমার চেতনায়।
মন্তব্য করতে লগইন করুন