তেলের খনি VS চোরের খনি!!!
লিখেছেন লিখেছেন দিল মোহাম্মদ মামুন ০১ ডিসেম্বর, ২০১৪, ১০:৩৭:০৬ সকাল
বাংলাদেশ এবং আরব-আমিরাত একই সময়ে স্বাধীনতা অর্জন করেছে। বাংলাদেশের জনগণকে মরহুম শেখ মুজিব স্বাধীনতর জন্য উজ্জীবিত করেছিলেন আর আরব-আমিরাতের স্বাধীনতার জন্য মরহুম শেখ জায়েদ সামনে থেকেই নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তিতে দুই জনই দুই দেশের প্রেসিডেন্ট ছিলেন।
দেশ স্বাধীনের পর দেশের জনগণ দেশের উন্নয়ন তথা তাদের সমগ্র দায়িত্ব এই দুই রাষ্ট্রনায়কের হাতে তুলে দিয়েছিলেন। মরহুম শেখ মুজিবের চারপার্শ্বে চাটুকার, সুবিধাভোগী ও অযোগ্য লোকেরা তাদের অবয়ারন্য করে কার্যত তারা সারা দেশে লুটের রাজনীতি চালু করেছিল। শেষে মরহুম শেখ মুজিব বলতে বাধ্য হয়েছিলেন, "দেশ স্বাধীনের পর অনেকে অনেক কিছু পেলেও আমি পেয়েছি চোরের খনি!!!" ঐ স্বার্থান্বেষী মহল শেখ মুজিবের আকাশচুম্বী জনপ্রিয়তাকে মাটির সাথে মিশিয়ে দিয়ে নির্মমভাবে খুন করতেও দ্বিধা করেনি!!!
মরহুম শেখ জায়েদ স্বাধীনতার পর ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলগুলোকে সংযুক্ত করে মধ্যপাচ্যের মধ্যে একটা শক্তিশালী রাষ্ট্রব্যবস্থা কায়েম করেছিলেন। বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে একটা বিচ্ছিন্ন জাতীকে বিশ্বের মধ্যে একটা শক্তিশালী ও উন্নত জাতীতে পরিণত করেছিলেন। একটা সম্পূর্ণ অনুন্নত দেশকে উন্নত দেশে পরিণত করেছিলেন। আজ পর্যন্ত পুরা জাতী এই মহান ব্যক্তিটিকে তাদের মনের মধ্যে স্থান দিয়ে শ্রদ্ধার সাথে বাবা জায়েদ বলে ডাকেন।
আজ স্বাধীনতার ৪৩ বছর পর আরব-আমিরাত অর্থনীতিক দিক থেকে বিশ্বের মধ্যে তৃতীয় স্থানে অবস্থান (২০১৩ এর রির্পোট অনুযায়ী) করতেছে। একটা আধুনিক ও উন্নত রাষ্ট্রহিসেবে বিশ্বের বুকে নিজেদের তুলে ধরেছেন, কারণ মরহুম শেখ জায়েদের পর তার যোগ্য সন্তানেরা দেশের উন্নয়নের ধারা আরো দ্রুত গতিতে অব্যাহত রেখেছেন।
কিন্তু স্বাধীনতার ৪৩ বছর পর মরহুম শেখ মুজিবের উত্তরসূরীরা পুরা জাতীকে বিভক্ত করে একটা সম্ভাবনাময় দেশের স্বপ্নকে চুরমার করে দিয়েছে। পুরা জাতীকে রক্তাক্ত করেছে, মানুষের প্রতি মানুষের ভালবাসার পরিবর্তে আজ হিংস্রতায় ভরে গেছে। আজ সুজলা, সুফলা, শস্য শ্যামলা সোনার বাংলাদেশকে প্রত্যেক শাসক ঘোষ্টি দুর্নীতির আখডায় পরিণত করেছে।
সন্মানীত ভাই ও বন্ধুরা, আজ সময় এসেছে রুখে দাডাবার, দুঃখী মাতৃভূমিকে নতুন করে গড়বার। আমি আওয়ামীলীগ অথবা বি,এন,পি বুঝিনা,কারন এরা একই মুদ্রার এপিঠ ওপিঠ। আমি চাই আমার সোনার দেশটা সুশিক্ষিত, যোগ্য ও দেশপ্রেমিক লোকদের দ্বারা শাসিত হোক। দেশের মাঝে হিংস্রতার পরিবর্তে আবার শান্তি ও ভালবাসা বিরাজ করুক।
দিল মোহাম্মদ মামুন
আবুধাবি, আরব-আমিরাত।
বিষয়: বিবিধ
২১৭৬ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার সাবলীল উপস্হাপনা বিষয়ের গভীরে গিয়ে ভাবতে বাধ্য করে!
কিন্তু আমাদের জনতা হুজুগে মাতাল বলে এসব নিয়ে ভাবনা বেশীক্ষণ স্হায়ী হয়না!!
অনেক ধন্যবাদ আপনাকে!!
শুধু আরব আমিরাত না , সম সাময়িক স্বাধীন হওয়া অনেক দেশ বাংলাদেশেকে পিছনে ফেলে গেছে বহু আগেই ।
বাংলাদেশের ছাত্র সংগঠন গুলোর মধ্যে আজ পর্যন্ত কেউ ছাত্র শিবিরের বিরুদ্ধে টেন্ডারবাজি,চাঁদাবাজি,ধর্ষণ, দলীয় কোন্দল, মাদকসেবন ও মাদক ব্যবসায়ের অভিযোগ তুলতে পারিনি। তারা ছাত্র সমাজের হাতে অস্রের পরিবর্তে খাতা কলম,কোরান হাদিস ও ইসলামি সাহিত্য তুলে দিচ্ছে, সিনেমা হলে নিয়ে যাবার পরিবর্তে ছাত্র সমাজকে মসজিদে নিয়ে যাচ্ছে।
ভাই হতভাগা, এবার আপনিই বলুন, কারা দেশকে ভালবাসে??? কারা দেশের জন্য ও দেশের জনগনের জন্য কাজ করে যাচ্ছে??
মন্তব্য করতে লগইন করুন