বিশ্ব দরবারে আলাদা সম্মানের অধিকারী আজ বাংলাদেশ
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২০ জুলাই, ২০১৭, ০৬:১৭:৪৩ সন্ধ্যা
তৃতীয় বিশ্বের খুব কম রাষ্ট্রই আছে গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে অগ্রগতি সাধন করেছে। পশ্চাদপদ দেশ সমূহের উন্নয়ন অগ্রগতির অপর পৃষ্টে খোদিত রয়েছে কোন এক লৌহমানব অথবা মানবীর দৃঢ় কঠিন একনায়কতান্ত্রিক শাসনের ইতিবৃত্ত। একমাত্র 'বাংলাদেশ' এক্ষেত্রে সম্পূর্ণ এক ব্যতিক্রম উদাহরণ সৃষ্টি করে সমসাময়িক বিশ্ব ইতিহাসে আলাদা সম্মানের অধিকারী হতে পেরেছে। জাতিকেও নিয়ে গেছে অনন্য এক উচ্চতায়। রাষ্ট্রের সর্বক্ষেত্রে সম্পূর্ণ গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে, দেশকে উন্নতি এবং অগ্রগতির শিখরে নিয়ে যাচ্ছে। বিশ্বব্যাপী আশ্চর্যজনক চিহ্নের এটি 'একমাত্র এবং শুধুই একমাত্র কারণ'। আজকের দিনে উন্নত, সমৃদ্ধ, প্রযুক্তির স্বর্ণ যুগে উন্নীত হিসেবে যে সমস্ত দেশের অবস্থান ভাবা হয়, সেই সমস্ত দেশের উন্নতি অগ্রগতির সময়কাল হিসেবে নিলে দেখা যায়, তাঁদের একতৃতীয়াংশ সময়কালের মধ্যে দ্বিগুন অগ্রগতি সাধিত হয়েছে বাংলাদেশে। অগ্রগতির বর্তমান ধারা অব্যাহত রাখা গেলে বিদ্যমান উন্নয়নশীল দেশের তালিকায় থাকা অনেক দেশের আগেই 'বাংলাদেশ' সমৃদ্ধ দেশের তালিকায় নাম লেখাবে। এই একটিমাত্র কারণে বিশ্বব্যাংক, জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থা সমূহ তাঁদের প্রত্যেক সাধারণ সভায় নূন্যতম সময়ের জন্য হলেও বাংলাদেশকে নিয়ে আলোচনা করে এবং তৃতীয় বিশ্বের দেশ সমূহকে বাংলাদেশকে তাদের স্ব-স্ব দেশের উন্নয়নের "রোল মডেল" হিসেবে গ্রহণ করে অগ্রগতি সাধনের চেষ্টায় ব্রতী হওয়ার পরামর্শ দিয়ে থাকে। তাই বলা যায় বিশ্ব দরবারে আলাদা সম্মানের অধিকারী আজ বাংলাদেশ।
বিষয়: বিবিধ
৫৯০ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন