এবার আর রক্ষা পাবে না জামাত বিএনপির কেউ!

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১২ জুলাই, ২০১৭, ০৬:২২:৩৪ সন্ধ্যা

স্বাধীনতা বিরোধী দালাল-রাজাকার, আত্মঘাতী জামাত-বিনপি গোষ্ঠির নেতা, দুর্নীতিপরায়ন খালেদার দাবি হলো সহায়ক সরকার! আত্মঘাতী বিএনপি সেই কাঙ্ক্ষিত সহায়ক সরকার বলতে কি বুঝাতে চাইছে দেশের সর্বস্তরের গণমানুষই তা বুঝে নিয়েছে। খুনি খালেদার চাওয়া হলো সহায়ক সরকার মানেই অবৈধ অর্থ সম্পদসহ তাদের যা কিছু প্রয়োজন সেটা তারা মিটিয়ে দিবে! সহায়ক সরকার হয়ে তাদেরকে (বিএনপি) অবৈধভাবে রাষ্ট্রক্ষমতার মালিক বানিয়ে দিতে হবে। মোদ্দা কথাটি হলো ঐ রকম একটি সহায়ক সরকারই চায় আত্মঘাতী খালেদা! সহায়ক হিসেবে যাতে তাকে সোজা হাত ধরে টেনে নিয়ে ক্ষমতায় বসাতে পারে! তাকে রাষ্ট্রক্ষমতায় বসানোর মূল্য আদায় করতে গিয়ে নিজেদের সর্বগ্রাসী লোভ আর অফুরন্ত প্রয়োজন মেটাতে যারা দেশের অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে বহুবার! খালেদা ইতোপূর্বে অবৈধভাবে ক্ষমতায় বসবার আগে কি কথা দেয় বা দিয়েছিলো! ক্ষমতায় বসার পর তিনি কি রাখতে পেরেছিলেন জনগণকে দেয়া সেই সব উন্নয়ন মূলক কথা? তখন তো রেখেছেন শুধু তার পছন্দমতো কিছু মানুষকে দেয়া কথা! জনগণের চাহিদা পূরণ করলে তো তার কুলাঙ্গার পুত্র তারেক, প্রিয়ভাজন ফালু কিংবা দলীয় নেতাকর্মী আর তদীয় আত্মীয় স্বজনেরা যে আবার অবৈধ সম্পদের পাহাড় গড়তে পারতো না, তাদের যে আবার না খেয়ে থাকতে হতো, বিদেশি ব্যাংকে টাকা পাচার হতো না। কিন্তু প্রকৃত গণমানুষের প্রতিনিধিত্বকারী বর্তমান সরকার তথা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তো সেটা করেননি, তিনি তো তার নিরলস প্রচেষ্টায় গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলের ব্যাপক উন্নয়নের মাধ্যমে উন্নত বিশ্বের কাছে রোল মডেল হিসেবে স্বীকৃতি অর্জন করেই যাচ্ছেন। যার সাথে আত্মঘাতী খালেদার কর্মকান্ডের কোন প্রকার মিল নেই। সত্যিকার অর্থে; প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সরকারের বিচক্ষণতায় গৃহীত পদক্ষেপে সামগ্রিক উন্নয়নের চলমান গতিশীলতা অক্ষুণ্ণ থাকলে তো জামাত- বিনপির আত্মঘাতী সকল নেতাকর্মীসহ খালেদা-তারেক-ফখারা আগামীতে মাঠে নামার আগেই জনতার গণপিটুনিতে মাঠেই মারা যাবে! অতএব রাজাকার আত্মঘাতী দালাল দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের সমূলে ধ্বংস করার প্রয়োজনে তাদের সহায়ক সরকার নামের ব্যবস্থাটি কার্যকর করে তথাকথিত লেভেল প্লেয়িং তৈরি করে রাজাকার জামাত বিএনপির আত্মঘাতী নেতাকর্মীদেরকে বেঁচে থাকার সুযোগ সৃষ্টি করে দেয়াই সরকারের দায়িত্ব ও কর্তব্য হওয়া উচিত। কারণ জনগণ ধরলে এবার আর রক্ষা পাবে না জামাত বিএনপির কেউ।

বিষয়: বিবিধ

৮০৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383540
১২ জুলাই ২০১৭ সন্ধ্যা ০৭:০৫
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : শেখ হাসিনা ও আওয়ামী গংরা যা বলে তা উল্টো করে বুঝতে হয়।
383541
১২ জুলাই ২০১৭ রাত ০৯:৪৮
হতভাগা লিখেছেন : হাসুবুর অবর্তমানে আওয়ামী লীগের হালকে ধরবে সেটা নির্ধারণ হয়েছে ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File