ডব্লিউএইচও’র শুভেচ্ছা দূত হলেন সায়মা ওয়াজেদ হোসেন

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৯ জুলাই, ২০১৭, ০৩:৫৬:৫৫ দুপুর



দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ‘শুভেচ্ছা দূত’ হিসেবে দায়িত্ব পেয়েছেন অটিজম বিষয়ক বাংলাদেশের জাতীয় উপদেষ্টা পরিষদের সভাপতি সায়মা ওয়াজেদ হোসেন, পুতুল ডাকনামে পরিচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা, যিনি বাংলাদেশে অটিজমসহ মানসিক স্বাস্থ্য সেবা বিষয়ক প্রচারণা বিস্তারে কাজ করছেন। স্কুল সাইকোলজিস্ট হিসেবে যুক্তরাষ্ট্রের সনদপ্রাপ্ত সায়মাকে এর আগে গত এপ্রিলে ১১ দেশের দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের জন্য অটিজম বিষয়ক চ্যাম্পিয়ন হিসেবে নিয়োগ দেয় ডব্লিউএইচও। ডব্লিউএইচও এর সঙ্গে তার এ সহযোগিতার ক্ষেত্র বাড়াতে আগামী দুই বছরের জন্য তাকে একই অঞ্চলে ‘শুভেচ্ছা দূত’ হিসেবে নিয়োগের ঘোষণা দেন ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক পুনম ক্ষেত্রপাল সিং। বলা বাহুল্য যে, অটিজম শনাক্তকরণে পদক্ষেপ নেওয়ার পাশাপাশি আক্রান্তদের দুর্ভোগ কমাতে ও সচেতনতা তৈরিতে তিনি এতদ অঞ্চলে তাৎপর্যপূর্ণ অবদান রেখে চলেছেন। তাছাড়া গত এপ্রিলে ভুটানে একটি আন্তর্জাতিক কনফারেন্সে অটিজমসহ অন্যান্য নিউরো ডিসঅর্ডারের ওপর ‘থিম্পু ঘোষণা’ প্রণয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সায়মা। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গর্বিত হয়েছেন তার সন্তানের জন্য। আর আমরা বাংলাদেশীরা গর্বিত হয়েছি জননেত্রী প্রধানমন্ত্রী বঙ্গকন্যা শেখ হাসিনার জন্য। অভিনন্দন জানাই সায়মা ওয়াজেদ পুতুলকে।



বিষয়: বিবিধ

৫৮৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383535
১০ জুলাই ২০১৭ বিকাল ০৫:৪২
হতভাগা লিখেছেন : আমার কাছে জয়ভায়ার চেয়ে পুতুলাপ্পিকেই বেশী যোগ্য মনে হয় হাসুবুর উত্তরসূরি হিসেবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File