কৃষি বিপ্লবে সফলতার দ্বারপ্রান্তে বাংলাদেশ

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৫ জুন, ২০১৭, ০৪:৫১:২৯ বিকাল



কৃষিতে বাংলাদেশ এখন সারাবিশ্বের বিস্ময়। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত বর্তমান সরকার কৃষি ও কৃষকের ভাগ্য উন্নয়নের সকল রুদ্ধ পথ একে একে খুলে দিয়েছে। কৃষিখাতকে আধুনিকায়নের জন্য ভর্তুকি, সার বিতরণ ব্যবস্থা, সেচ ব্যবস্থার উন্নয়ন, একটি বাড়ি একটি খামার প্রকল্প, ভাল ও গুণগত মানসম্পন্ন বীজ কৃষকের দোরগোড়ায় পৌঁছানোসহ অনেক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে বর্তমান সরকার। ফলে কৃষিতে লেগেছে প্রযুক্তি ও আধুনিকায়নের ছোঁয়া। হালের বলদের পরিবর্তে বর্তমানে প্রায় শতভাগ কৃষকের জমি চাষ হচ্ছে কলের লাঙ্গল বা ট্রাক্টরে। বর্তমানে বাংলাদেশ খাদ্য উৎপাদন বৃদ্ধিতে সবদিক থেকেই বিশ্বের জন্য পথিকৃৎ। বাংলাদেশ এখন ধান উৎপাদনে বিশ্বে চতুর্থ। ১৯৭০-৭১ সালে এদেশে চালের উৎপাদন ছিল প্রায় ১ কোটি টন। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ৪৭ লাখ ১০ হাজার টন। দেশে সবজি চাষেও রীতিমতো বিপ্লব ঘটেছে। দেশে এখন ৬০ ধরনের ও ২০০ জাতের সবজি উৎপাদিত হচ্ছে। এসব সবজির ৯০ শতাংশ বীজই দেশে উৎপাদিত হচ্ছে। দেশে বর্তমানে ১ কোটি ৬২ লাখ কৃষক পরিবার রয়েছে। এ কৃষক পরিবারগুলোর সবাই কমবেশি সবজি চাষ করেন। সবজি উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে তৃতীয়। মাছে-ভাতে বাঙালী প্রবাদটি মাঝখানে হারিয়ে গেলেও বর্তমান সরকারের আমলে তা আবারও বাস্তবে রুপ নিয়েছে। বাঙ্গালী জাতি ফিরে পেয়েছে তাদের হারানো ঐতিহ্য। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রতিবেদন মতে ২০১৪ সালে মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান ছিল চতুর্থ। বর্তমান সরকারের জাটকা সংরক্ষণসহ নানা উদ্যোগের ফলে ইলিশের উৎপাদন ৫২ হাজার টন বেড়ে সাড়ে তিন লাখ টনে উন্নীত হয়েছে। দশ বছর আগেও বাংলাদেশে আলু উৎপাদন ছিল অর্ধলাখ টনের নিচে। বর্তমানে বাংলাদেশের আলুর উৎপাদন ৮২ লাখ ১০ হাজার টন। এরই ধারাবাহিকতায় আলু উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম। অচিরেই বাংলাদেশে আলু উৎপাদন কোটি টনের দিকে যাবে বলে আশা করা যাচ্ছে। দেশে এখন গড়ে ৩২ হাজার একর জমিতে আমের আবাদ হচ্ছে। দেশের চাহিদা মিটিয়ে রফতানি হচ্ছে বাংলাদেশের আম। আম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান নবম। কাজেই কৃষি বিপ্লবের দ্বারপ্রান্তে বাংলাদেশ একথা আজ কোন উক্তি নয় বরং বাস্তবতা। সরকার এখন বাংলাদেশের কৃষকদের জীবনমান উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি, নিরাপদ ও মানসম্পন্ন কৃষিপণ্য সরবরাহ এবং উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্যের বিষয়টি নিয়ে নতুন করে ভাবছে। বর্তমান সরকারের কৃষিক্ষেত্রে নানা যুগান্তকারী পদক্ষেপ গ্রহণের ফলেই খাদ্য উৎপাদনে এই অসাধারণ সাফল্য দেখাতে সক্ষম হয়েছে বাংলাদেশ।

বিষয়: বিবিধ

৬৬০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383441
২৫ জুন ২০১৭ সন্ধ্যা ০৭:৪৩
মনসুর আহামেদ লিখেছেন :
383442
২৫ জুন ২০১৭ রাত ০৮:৩৮
হতভাগা লিখেছেন : মোটা চালের দাম পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশী বাংলাদেশে , ৪৬ টাকা/কেজি । শেখ হাসিনা খুব সম্ভবত এই চালই ১০ টাকা/কেজি খাওয়াবেন বলেছিলেন ।

কোথায় ১০ টাকার স্বপ্ন আর কোথায় ৪৬ টাকার বাস্তবতা !!! কৃষি বিপ্লবের সূচনা এখান থেকেই ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File