নিজেদের স্বার্থসিদ্ধির জন্য
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৬ মে, ২০১৭, ০৪:০৮:২৮ বিকাল
মুদ্রার যেমন দুই পিঠ তেমনি বিএনপি নামক রাজনৈতিক দলটিরও তেমন অবস্থা। দেশের রাজনীতিতে ভোটের সমীকরণ ও কৌশল, পাল্টা কৌশলের খেলায় সুবিধা পাচ্ছে স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামী। বিএনপি অভ্যন্তরে দলটির কর্মকান্ড ও অবস্থান নিয়ে বিভক্তি ও চাপ থাকলেও এখনও তাদের বন্ধন অটুট। এর পেছনে আন্তর্জাতিক শক্তির সমর্থনও কাজ করছে বলে অভিযোগ রয়েছে। যার ফলে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা না করা নিয়ে সরকারের নীতি নির্ধারক মহলে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তি ছাড়াও সচেতন মহল একযোগে চায় জামায়াতের রাজনীতি এদেশে চিরতরে বন্ধ করা হোক। ক্ষমতাসীনদের অনেকের মুখ দিয়েও জামায়াত নিষিদ্ধের আহ্বান এসেছে। এমনকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বিচারের রায়ে এ দলটিকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করে অবিলম্বে নিষিদ্ধ করার দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। কিন্তু এর পরও জামায়াত এখনও টিকে আছে। দেশব্যাপী সন্ত্রাস-নাশকতার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তৎপর রয়েছে। বিএনপি-জামায়াত সরকারের তৎকালীন শিল্পমন্ত্রী জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী বলেছিলেন, ‘জঙ্গী-বাংলাভাই’ এসব মিডিয়ার সৃষ্টি। এ যেন ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না’ প্রবাদটির মতোই। এরপর ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজবোমা হামলার মধ্য দিয়ে প্রমাণ হয় যে, জঙ্গী মিডিয়াসৃষ্ট কোন ফ্রাঙ্কেনস্টাইন নয় বরং এই সমাজে তারা বেড়ে উঠেছে তৎকালীন সরকারের আশ্রয়-প্রশ্রয়ে। বিচারালয়ে গ্রেনেড হামলা, বিচারক হত্যা, দু’জন এমপি হত্যা শায়খ আবদুর রহমান ও বাংলাভাই ফাঁসির দড়িতে ঝুলে প্রমাণ করলেন, দেশে জঙ্গী ছিল এবং তাদের সহিংস তৎপরতাও ছিল। গ্রেফতার হওয়া জঙ্গীদের কাছ থেকে পাওয়া তথ্যে ঘুরেফিরে আসছে জামায়াতে ইসলামীর নাম। এ দলের শীর্ষ নেতারা ইতোমধ্যেই দণ্ডিত হয়েছেন মানবতাবিরোধী অপরাধের দায়ে। এখন ঝুলছে দলটির ভাগ্যও। বিএনপি এই জামায়াতকে সঙ্গে নিয়েই গড়তে চায় জাতীয় ঐক্য। জামায়াতে ইসলামীকে নিয়ে দেশের রাজনীতিতে চলছে এক ধরনের ইঁদুর-বিড়াল খেলা। সরকার চাইছে বিএনপি জামায়াতের সঙ্গ ত্যাগ করুক, দলটিকে জোট থেকে বের করে দিক। অপরদিকে, বিএনপি চাইছে সরকারই জামায়াতকে নিষিদ্ধ করুক। আর বড় দু’দলের এই খেলায় জামায়াতের রাজনীতি চলছে অনেকটাই নির্বিঘ্নে। মূলত এর সঙ্গে জড়িয়ে রয়েছে ভোটের সমীকরণ। তাই বিএনপি এত সহজে জামায়াতকে ত্যাগ করছে না। আবার তারাই বলছে ক্ষমতায় গেলে জামায়াতকে সরকারে রাখবে না। তাহলে কি ভোট যুদ্ধে জয়ী হওয়ার জন্যই জামায়াতকে বিএনপির প্রয়োজন?
বিষয়: রাজনীতি
৮৮১ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন