রমজান উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি শুরু
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৬ মে, ২০১৭, ০৪:১৫:১২ বিকাল
রমজানে বাজার দর স্থিতিশীল রাখতে খোলাবাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে রাষ্ট্রায়ত্ত্ব বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এর আওতায় এ বছর খোলাবাজারে চিনি ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি লিটার সয়াবিন ৮৫ টাকা, ছোলা কেজিপ্রতি ৭০ টাকা, মশুর ডাল ৮০ টাকা আর খেজুর বিক্রি হচ্ছে ১২০ টাকা দরে। রোজা সামনে রেখে প্রতিবছর পেঁয়াজ, চিনি, ছোলা, ডাল, তেল ও খেজুর বিক্রি করে থাকে টিসিবি। সেই ধারাবাহিকতায় এবারও এসব পণ্য বিক্রি করছে রাষ্ট্রায়ত্ত্ব বিপণন সংস্থাটি। গত বছরের মতো এবারও দুই হাজার ৮১১ জন পরিবেশক টিসিবির পণ্য বিক্রি করছে। সারা দেশে ১৮৫টি খোলা ট্রাকে পণ্য বিক্রি হচ্ছে। এর মধ্যে ঢাকায় ৩৩টি, চট্টগ্রামে ১০টি এবং অন্য বিভাগীয় শহরে পাঁচটি করে ও অন্য জেলা শহরগুলোতে দুটি করে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি হচ্ছে। একেকজন ক্রেতা সর্বোচ্চ ৪ কেজি চিনি, তিন কেজি মসুর ডাল, ৫ লিটার সয়াবিন তেল, ৫ কেজি ছোলা ও ১ কেজি খেজুর কিনতে পারবেন। এবার টিসিবি সম্পূর্ণ তৈরি আছে। তারপরেও ভোক্তা চাহিদা মোতাবেক নির্দিষ্ট পাঁচটি পণ্য সরবরাহ করতে পর্যাপ্ত আমদানিসহ সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। চাহিদা সাপেক্ষে শেষ রমজান পর্যন্ত চলবে এই কার্যক্রম। তবে, শুক্রবার বন্ধ থাকবে খোলা বাজারে পণ্য বিক্রি।
বিষয়: বিবিধ
৭৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন