ভিশন ২০৩০- বিএনপির গণতন্ত্র
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১১ মে, ২০১৭, ০৮:৫৩:১১ সকাল
দেখছি কত দেখবো আর, ছুচোর গলায় চন্দ্রাহার। গণত্রন্ত্রকে লেজে গোবরে করে অনেক আগেই গোভাগাড়ে পাঠিয়েছে বিএনপি। বিএনপির হাতে গণত্রন্ত্রের দায়িত্ব দেয়া আর শেয়ালের কাছে মুরগি ভাগী দেয়া একই কথা। খালেদা জিয়া বললেন জনগণের হাতে দেশের মালিকানা ফিরিয়ে দেয়ার কথা। ২০০১ সালে গণত্রন্ত্রের কথা বলে বিএনপি দেশের গণত্রন্ত্রের যে পরিস্থিতি করেছিল তা আজ দেশবাসীর জানা আছে। মানুষ আবারও সেই দূর্দিনে ফিরে যেতে চায়না। গণভোটের মাধ্যনে জিয়াউর রহমান এবং এরশাদ সরকার হ্যাঁ/না ভোটের মাধ্যমে বারংবার দেশবাসীকে বোকা বানিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। আজ এতো বছর পর বিএনপি আবারও সেই পথে চলার কথা বলছে। কিন্তু তারা কি এতদিনেও বুঝতে পারেনি যে দেশবাসী গণঅভ্যুথানের মাধ্যমে স্বৈরচারী সরকারের পতন ঘটিয়েছে। বিএনপি কিভাবে চিন্তা করতে পারে যে তারা আবারও হ্যাঁ/না ভোটের ম্যাধ্যমে স্বৈরচারী সরকার প্রতিষ্ঠা করবে। এ ধরণের আকাশ কুসুম কল্পনা বাদ দিয়ে বাস্তবতা মেনে নেয়াটাই তাদের জন্য উত্তম হবে।
বিষয়: বিবিধ
৬৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন