মে মাসে বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ যাচ্ছে ভুটানে

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৯ এপ্রিল, ২০১৭, ০৫:৪৭:৫৫ বিকাল



প্রতিবেশী দেশ ভারতের পর এবার বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ যাচ্ছে ভুটানে। দীর্ঘদিন ধরে এই নিয়ে পরিকল্পনা শেষে আগামী মে মাসে আনুষ্ঠানিকভাবে ভুটানে এই ব্যান্ডউইথ সরবরাহ করা হবে। প্রাথমিক অবস্থায় ২.৫ জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ করা হবে। ভুটানে ব্যান্ডউইথ সরবরাহ করার জন্য ইতিমধ্যে একটি লিংক স্থাপন করা হয়েছে। ভারতের পাওয়ার গ্রিড কোর্পরেশনের (পিজিসিআইএল) মাধ্যমে আখাউড়া-ত্রিপুরা রাজ্য দিয়ে এই ব্যান্ডউইথ নেবে ভুটান। ভুটানের ২.৫ জিবিপিএস ব্যান্ডউইথের জন্য প্রতি মেগাবাইটের (এমবি) মূল্য রাখা হয়েছে ১৫ ডলার। ভুটান বর্তমানে ফোরজি ইন্টারনেট সেবা দিচ্ছে। ফলে সে দেশের মানুষ বাংলাদেশের চেয়েও বেশি ব্যান্ডউইথ ব্যবহার করে থাকে। ভারত থেকে যে দামে ব্যান্ডউইথ নেওয়া হচ্ছে তার চেয়ে তুলনামূলক বাংলাদেশের ব্যান্ডউইথের মূল্য কম। দামের দিক থেকে বাংলাদেশের ব্যান্ডউইথের মূল্য কম হওয়ার কারণে বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ নিতে তড়িঘড়ি করছে ভুটান। বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি (বিএসসিএল) প্রাথমিকভাবে পাঁচটি রুট দিয়ে ভুটানে ব্যান্ডউইথ রফতানির চিন্তা করেছিল। এর মধ্যে রয়েছে, আখাউড়া-ত্রিপুরা, সিলেট-তামাবিল-শিলিগুড়ি-গোহাটি, ঢাকা-রংপুর-কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী-আসাম, ময়মনসিংহ-হালুয়াঘাট-মেঘালয় এবং পঞ্চগড়-বাংলাবান্ধা। তবে সবার আগে সিলেট-তামাবিল-শিলিগুড়ি-গোহাটি দিয়ে ব্যান্ডউইথ পাঠানোর প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভুটানে ব্যান্ডউইথ সরবরাহে অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে বাংলাদেশ। 

বিষয়: বিবিধ

৮৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File