গঙ্গার পানি সুষ্ঠু ব্যবহারের জন্য নতুন ব্যারাজ
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৩ এপ্রিল, ২০১৭, ০৪:৫৯:০২ বিকাল
গঙ্গা ব্যারাজ নিয়ে কারও কোন দ্বিমত নেই। এটা হবেই। তবে কোথায় হবে, কি ভাবে হবে তা নিয়ে সমীক্ষা চলছে? আগের নকসা নিয়ে প্রশ্ন ছিল। তাই নতুন করে গঙ্গা ব্যারাজ প্রকল্প হচ্ছে। রাজবাড়ীর পাংশায় প্রস্তাবিত গঙ্গা ব্যারাজ প্রকল্প বাতিল করা হয়েছে। অন্য কোন স্থানে এ ব্যারাজ নির্মাণে একটি উচ্চপর্যায়ের কারিগরি কমিটি গঠন করা হচ্ছে। ১৯৯৬ সালে ভারতের সঙ্গে পানি চুক্তি অনুযায়ী যে পানি পাচ্ছি, তার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। সেটা কিভাবে করা হবে, অন্য আর কী কী উপায় আছে- তাই পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। গঙ্গা ব্যারাজ নামে যে ব্যারাজের সমীক্ষা ও যে ডিজাইন তৈরি করা হয়েছিল সেটা কিছুটা ভুল থাকায়, নতুন সম্ভাবনা খতিয়ে দেখতে কাজ করা হচ্ছে। ঐ নকশায় ব্যারাজ করলে আমাদের জন্য আরও আত্মঘাতী হত, ওই তিস্তা ব্যারাজের মতো। পানিসম্পদ উন্নয়নে, বিশেষ করে নদী শাসনের ক্ষেত্রে, বন্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে, দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে চীনের অনেক অভিজ্ঞতা আছে। যা আমরা কাজে লাগাতে পারি। চীনের সহযোগিতায় আমাদের নদীগুলো খননের ব্যাপারে আগ্রহ প্রকাশ করা হয়েছে। এতে চীনের সম্মতি পাওয়া গিয়েছে। চীনের সঙ্গে আমাদের একটি সমঝোতা স্মারক (এমওইউ) রয়েছে, একটি সমন্বিত প্রকল্পের মাধ্যমে ব্রহ্মপুত্র, গঙ্গা ও মেঘনার ৪০০ কিলোমিটার নদী ব্যবস্থাপনার বিষয়ে। এটার বিষয়ে একটি স্টাডি রিপোর্ট পাওয়ার পর এটিকে এগিয়ে নেয়া হবে। হাইড্রোলজিক্যাল তথ্য-উপাত্ত আদান-প্রদানের বিষয়ে আলোচনা করা হয়েছে। বর্তমানে বাংলাদেশ তিন থেকে চারদিন আগে বন্যার পূর্বাভাস দিতে পারে। চীনকে অনুরোধ করা হয়েছে এটা কিভাবে আরও বেশি সময় আগে করা যায়। নদী ব্যবস্থাপনায় চীনের সহযোগিতায় নদীর নাব্যতা ও পানির সুষ্ঠু ব্যবহারে আরও একধাপ এগিয়ে যাবে বাংলাদেশ।
বিষয়: বিবিধ
৯৩৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভারতকে বিশ্বাস করলে সর্বস্বান্ত হতে হয়।
মন্তব্য করতে লগইন করুন