মাশরাফিকে জয় দিয়েই বিদায় জানাতে চায় তার দল
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৬ এপ্রিল, ২০১৭, ০৫:৫২:৫৯ বিকাল
বাংলাদেশ শ্রীলঙ্কা সফরে দুটি ট্রফির দুই কোনায় দুই অধিনায়ক প্রতিপক্ষের সঙ্গে মিলে হাত ছুঁয়েছেন। এককভাবে ট্রফি হাতে তুলতে পারেননি দুই দেশের অধিনায়ক। টেস্ট সিরিজের পর ওয়ানডেতেও একই দৃশ্য। টি-টোয়েন্টি সিরিজে এখন বড়জোর ওই দৃশ্যটা কল্পনা করা যেতে পারে। তাই বাংলাদেশকে আজ শেষ টি-টোয়েন্টি ম্যাচটি জিততে হবে প্রবলভাবে ঘুরে দাঁড়িয়ে আর সে কাজটি করেই শেষ টি-টোয়েন্টি ট্রফিটা উপহার দিতেচান বিদায়-ই অধিনায়ক মাশরাফিকে।কিন্তু সব ছাপিয়ে কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে কিংবা হোটেল তাজ সমুদ্রে দীর্ঘ এক শরীরের ছায়া উঠছে বড় হয়ে। সেটি আর কারোর নয়, বাংলাদেশের সীমিত ওভারের ক্রিকেট অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। পরশু প্রথম টি-টোয়েন্টিতে হঠাৎ অবসর ঘোষণা করে নিজের ছায়াটিকে দীর্ঘ থেকে দীর্ঘতর করে দিয়েছেন মাশরাফি। ম্যাচের আগে টসের সময় হঠাৎ এমন অবসরের ঘোষণায় শ্রীলঙ্কান সাংবাদিকেরাও অবাক হয়েযান। সবার আগে নিজের ফেসবুক পেজে অবসরের ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। কাল সামাজিক যোগাযোগমাধ্যমেই তাঁকে বিদায়ী অর্ঘ্য নিবেদন করলেন তাঁর সতীর্থরা। মনে আছে ২০০৭ বিশ্বকাপের কথা? সেই যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত বন্ধু মানজারুল ইসলাম রানার স্মৃতি নিয়ে খেলতে নেমেছিলেন মাশরাফিরা! মাশরাফিই বলেছিলেন, ‘এই ম্যাচটি রানার জন্য।’ তারপর যা ঘটল, তা ইতিহাস। মাশরাফি-তামিম-মুশফিকদের কাছে বিধ্বস্ত হলো পরাক্রান্ত ভারত।বর্তমানে এই বাংলাদেশ দল অন্য রকম একটি দল তারা যখন কারও সম্মানে খেলে,তখন তারা দুর্বার হয়ে ওঠে।এখানে খেলাটা টি-টোয়েন্টি ক্রিকেট। এই সংস্করণে শ্রীলঙ্কাও বাংলাদেশের কাছে অমন পরাক্রান্ত দল।তাদের আছে কুশল পেরেরা, উপুল থারাঙ্গা, আসেলা গুনারত্নের মতো বিস্ফোরক সব ব্যাটসম্যান, লাসিথ মালিঙ্গার মতো বিধ্বংসী বোলার। সেই প্রারক্রান্ত দলকে পরাজিত করার জন্য আজ মাঠে নামবে তার দলের সদস্যরা।তাই মাশরাফির মতো একজন চ্যাম্পিয়ন অধিনায়কের বিদায়ী ম্যাচে বিজয়ের অপেক্ষায় থাকবে বাংলাদেশের সকল ক্রিকেট প্রেমীরা।
বিষয়: বিবিধ
৭৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন