'অপারেশন টোয়াইলাইট' অভিযান দীর্ঘায়িত হওয়ার যৌক্তিকতা
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৮ মার্চ, ২০১৭, ০৮:২৩:১২ সকাল
কারনে অকারনে সমালোচনা করা কিছু কিছু লোকের একটা স্বভাবগত বৈশিষ্ট। সিলেটের শিববাড়ীর জঙ্গি আস্তানা আতিয়া মহলে জঙ্গি বিরোধী অভিযানে কেন এত সময় ক্ষেপণ হচ্ছে এ নিয়ে বিভিন্ন মহল বিভিন্ন ধরণের মন্তব্য করছেন। কিন্তু তারা একবারও ভাবছেন না যে, সাধারণ মানুষের নিরাপত্তা, জঙ্গিদের আত্মঘাতী আক্রমণের দৃঢ় প্রবণতা ও সবচাইতে কম ক্ষতিগ্রস্ত হয়ে অভিযানে সবচাইতে ভাল ফল অর্জনের জন্য একটু সময় লাগতেই পারে। নিরাপত্তার জন্যই এই অপারেশনে বেশি সময় নেয়া হচ্ছে। শনিবার সন্ধ্যার সময় জঙ্গিরা গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। এটি ছিল জঙ্গিদের পরিকল্পিত একটি কার্যক্রম। তারা সন্ধ্যার সময়টাকে বেছে নিয়েছিল পুলিশ ও আশপাশের মানুষকে ভয় দেখানোর জন্য। কোন রিমোট বোমা বা বাইরে থেকে তাদের সাহায্য করতে আসা দল এই বিস্ফোরণ ঘটিয়েছিল। এর উদ্দেশ্য ছিল বিশৃঙ্খল এক অবস্থার সুযোগ নিয়ে জঙ্গিদের জ্যেষ্ঠ কোন সদস্যের পালিয়ে যাওয়ার পথ তৈরি করা। কিন্তু তারা সেটা করতে পারেনি। আকাশ পথে এই ভবনে ঢোকার চেষ্টা করার ক্ষেত্রেও অনেকবার ভাবতে হচ্ছে প্যারা কমান্ডো বাহিনীকে। কারণ সবচাইতে কম ক্ষতির মাধ্যমে সবচাইতে কার্যকর কাজটি করাই যৌক্তিক। ভারতের এনএসজি এলইটি জঙ্গিদের মোকাবেলা করতে গিয়ে একজন মেজরকে হারিয়েছিল। সিলেটে থাকা জঙ্গিরা হয়ত এলইটির জঙ্গিদের মত এতটা প্রশিক্ষণ প্রাপ্ত নয়। কিন্তু তাদের আত্মঘাতী আক্রমণ প্রবণতা ও নিজেকে ধ্বংস করে হলেও আক্রমণ করার দৃঢ় মানসিকতা রয়েছে। গত তিনদিন ধরে র্যাতব-পুলিশ যৌথ অভিযানে সবচাইতে সফল দিক সাধারণ নাগরিকদের জঙ্গিদের হাত থেকে রক্ষা করতে পারা। ২০০৮ সালে মুম্বাই হামলার সময় পাকিস্তানি জঙ্গিদের বিরুদ্ধে ভারতের এনএসজি আকাশ পথে হোটেলে প্রবেশ করে। কিন্তু পুরো বিল্ডিংয়ে বোমা লাগিয়ে রাখলে তা সম্ভব হবে না বাংলাদেশের কমান্ডোদের জন্য। তাই বাংলাদেশের কমান্ডোদের উচিত সময় নিয়েই বাকি কাজটুকু শেষ করা। ভারি অস্ত্র এ ধরণের জঙ্গিদের বিরুদ্ধে খুব একটা কাজে লাগানো যায় না। এ অস্ত্র ব্যবহার করলে বিল্ডিংটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হবে। তার বদলে মুম্বাই হামলার মত এখানে এক ঘর থেকে আরেক ঘরে গিয়ে একটি একটি করে রুমের দখল নিতে হবে প্যারা কমান্ডো বাহিনীকে। এর জন্য যথেষ্ট সময়ের প্রয়োজন। যত কম ক্ষয়ক্ষতির মাধ্যমে অপারেশন শেষ করা যাবে সেটাই হবে অপারেশনের সফলতা।
বিষয়: বিবিধ
৮১৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন