নতুন রুপে যাত্রা শুরু করেছে কপোতাক্ষ এক্সপ্রেস
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২০ মার্চ, ২০১৭, ০৬:৫৪:৪৩ সন্ধ্যা
নতুন রুপে যাত্রা শুরু করেছে কপোতাক্ষ এক্সপ্রেস
রাজশাহী-খুলনা রুটে যাতায়াতকারী ট্রেনযাত্রীদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হল। ভারত থেকে আমদানি করা আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ লাল-সবুজ রংয়ের বগি সংবলিত কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে খুলনার উদ্দেশে যাত্রা শুরু করেছে। রাজশাহী থেকে সরাসরি খুলনাগামী পশ্চিমাঞ্চল রুটে কপোতাক্ষ এক্সপ্রেস বেশ জনপ্রিয়। এতোদিন কপোতাক্ষ এক্সপ্রেস মাত্র ৯টি বগি নিয়ে চলাচল করতো। বর্তমানে আরও অতিরিক্ত তিনটিসহ ১২টি বগি নিয়ে চলাচল করছে এটি। এতে যাত্রীর আসন ছিল ৬১৭টি। এতোদিন নির্ধারিত আসনের চেয়ে দুই-তিন গুণ বেশি যাত্রী ঠাসাঠাসি করে এই ট্রেনে চলাচল করতেন। যাত্রীদের সেবা নিশ্চিতের লক্ষ্যে মান বৃদ্ধির জন্য আসনসংখ্যা বেড়ে হয়েছে ৮৬৬টি। এছাড়া ট্রেনটিতে আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে। এর আগে ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী পদ্মা, সিল্কসিটি ও ধূমকেতু এক্সপ্রেসে নতুন লাল-সবুজ বগি যুক্ত করা হয়। ফলে রাজশাহী-ঢাকা রেল যোগাযোগ আগের চেয়ে অনেক জনপ্রিয়তা পেয়েছে। এবার খুলনা রুটে নতুন কোচ সংযুক্ত হওয়ায় ট্রেন যাত্রা আরও একধাপ এগিয়ে গেলো। যাত্রীদের এ ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে এসি কেবিনের প্রতিটি আসনের জন্য গুণতে হবে ৭০৮ টাকা, আর এসি চেয়ার ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৯৩ টাকা। এ ছাড়া শোভন চেয়ারে টিকিটের দাম রাখা হয়েছে ৩১০ টাকা। শনিবার বাদে সপ্তাহে ছয়দিন ট্রেনটি ভোর সাড়ে ৬টায় খুলনা থেকে রাজশাহীর উদ্দেশে যাত্রা শুরু করে পৌঁছাবে দুপুর ১২টা ২০ মিনিটে। এরপর দুপুর ২টা ১৫ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে খুলনায় পৌঁছাবে রাত ৮টায়। যাত্রীদের যাতায়াত আরামদায়ক করতে সব ধরনের সুযোগ সুবিধা থাকছে লাল-সবুজ ট্রেনটিতে।
বিষয়: বিবিধ
৭২৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন