আর নয় জঙ্গিবাদ

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৮ মার্চ, ২০১৭, ০৬:৩৮:০০ সন্ধ্যা



গত জুলাইয়ে গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্টুরেন্টে হামলার পর দেশব্যাপী জঙ্গি বিরোধী কঠোর অভিযানে নামে আইন-শৃঙ্খলা বাহিনী। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একের পর এক জঙ্গি আস্তানায় হানা দিয়ে জঙ্গিদের গ্রেফতার করে। ওই অভিযানে নিহত হয় শীর্ষস্থানীয় বহু জঙ্গি। এতকিছুর পরও জঙ্গিদের তৎপরতা থেমে নেই। তারা গোপনে হামলা চালানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর বলেই তারা কিছু করতে পারছে না। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতার সঙ্গে কাজ করছে বলেই জঙ্গিরা ধরা পড়েছে। জঙ্গিবাদ সম্পূর্ণরূপে নির্মূল করা না গেলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ন্ত্রণ করতে পেরেছে তা নিঃসন্দেহে বলা যায়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গিবাদ মোকাবিলা করেছে। যতদিন সাধারণ মানুষ এক থাকবেন ততদিন এদেশে জঙ্গি-সন্ত্রাসবাদ মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। জঙ্গিবাদের বিরুদ্ধে দেশের মানুষ একত্র থাকলে আরো সাফল্য অর্জন করা সম্ভব হবে। আসুন আজকে থেকে আমরা সপথ নেই, “আর নয় জঙ্গিবাদ, সুষ্ঠু সমাজ গঠনে এই হোক আমাদের অঙ্গিকার”।

বিষয়: বিবিধ

৯২৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382312
১৮ মার্চ ২০১৭ সন্ধ্যা ০৬:৫৮
মনসুর আহামেদ লিখেছেন :

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File