দূর্বার গতিতে বাংলাদেশ

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৭ মার্চ, ২০১৭, ০৩:৪৮:৪৩ দুপুর



দেশের উন্নয়নের লক্ষ্য অর্জনে সরকার শিক্ষা, গবেষণা এবং বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার ওপর সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। উন্নত ও সমৃদ্ধ দেশ যদি আমরা গড়তে চাই তাহলে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে শিক্ষার পাশাপাশি প্রযুক্তির ব্যবহার বাড়ানো, গবেষণা বাড়ানো এবং বিজ্ঞানের চর্চা বৃদ্ধি করা। ইতিমধ্যেই বায়োটেকনোলজিক্যাল সায়েন্স, মেডিকেল সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপলায়েড সায়েন্স এবং খাদ্যদ্রব্য উৎপাদনে গুরুত্ব প্রদান করা হচ্ছে। আমাদের সীমিত সম্পদ এটা ঠিক। কিন্তু পরিকল্পিতভাবে সীমিত সম্পদ যদি আমরা ব্যবহার করতে পারি এবং বৈজ্ঞানিক উপায়ে এটার ব্যবহার নিশ্চিত করতে পারি তাহলে আমাদের কারো মুখাপেক্ষী হয়ে চলতে হবে না। আমরা নিজের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে বিশ্বসভায় এগিয়ে যাবো। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। একটি লক্ষ্য স্থির না থাকলে দেশ উন্নত হতে পারে না। আমরা যখন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবো, ওই সময়ের মধ্যে আমরা দেশকে দারিদ্র্যমুক্ত মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তুলতে চাই। আমরা ইতিমধ্যে পরমাণু যুগে প্রবেশ করেছি পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়ে। এ পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রকল্পটি বহুকাল ধরে অবহেলিত ছিল। কিছুতেই কাজে লাগানো যাচ্ছিল না। এখন সেখানে আমরা পা দিচ্ছি। এজন্য আমাদের প্রচুর বিজ্ঞানী দরকার। পরমাণু শক্তিকেন্দ্রটি পরিচালনার জন্য পরমাণু জ্ঞানসম্পন্ন বিজ্ঞানীদের আমাদের দরকার হবে। এজন্য প্রশিক্ষণও দরকার। এই কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। সব ক্ষেত্রে বাংলাদেশ বাঁধাহিনভাবে এগিয়ে যাচ্ছে।



বিষয়: বিবিধ

৬৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File