শততম টেস্টে টাইগারদের জন্য শুভকামনা
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৫ মার্চ, ২০১৭, ০৫:৫৩:০৩ বিকাল
২০০০ সালে ঢাকায়, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছিল বাংলাদেশ ক্রিকেটের পথচলা। সে বছরই কোটি কোটি ক্রিকেটভক্তকে আনন্দে ভাসিয়ে আইসিসি নতুন টেস্ট খেলুড়ে দেশ হিসেবে নাম ঘোষণা করেছিল বাংলাদেশের। নভেম্বরে ভারতের বিপক্ষে খেলার ভেতর দিয়ে শুরু হয়েছিল পথচলা। আজ কলম্বোতে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের শততম টেস্ট। এই টেস্ট নিজেদের খুঁজে পাওয়ার টেস্ট। তবে জয়-পরাজয়, সিরিজে ফেরা; সবকিছুকে ছাপিয়ে যাওয়া এই টেস্টের একটাই পরিচয়—বাংলাদেশের শততম টেস্ট। একটু একটু করে বাংলাদেশ এই খেলাটায় এগিয়েছে। পেয়েছে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, হাবিবুল বাশার, মোহাম্মদ রফিকের মতো তারকাদের। ছোট-বড় রেকর্ড করে বিশ্বকে বার বার চিনিয়েছেন বাংলাদেশের বিভিন্ন খেলোয়াড়। একটু একটু করে জিততে শিখেছে বাংলাদেশ। এই পথচলায় টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে দ্রুততম সময়ে বাংলাদেশ আজ পৌঁছে গেল শততম টেস্টের বন্দরে। কলম্বোর পি সারা ওভালে আজ এই ঐতিহাসিক ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এ উপলক্ষে অনাড়ম্বর কিন্তু গুরুত্বপূর্ণ আয়োজনও আছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের। তারা এই গুরুত্বপূর্ণ ম্যাচ উপলক্ষে একটি স্মারক মেডেল তৈরি করে দুই দলের খেলোয়াড়দের পরিয়ে দেবে। এ ছাড়া গুরুত্বপূর্ণ অতিথিদের আমন্ত্রণ জানানো হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও এই শততম টেস্ট উপলক্ষে তৈরি বিশেষ টেস্ট ক্যাপ ও ব্লেজার তুলে দিচ্ছে খেলোয়াড়দের হাতে। ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর হাঁটি হাঁটি পা পা করে বাংলাদেশ পেরিয়ে এসেছে ১৬টি বছর। এই লম্বা পথপরিক্রমায় বাংলাদেশ খেলে ফেলেছে ৯৯টি টেস্ট। লঙ্কানদের বিপক্ষে গল টেস্টে হারলেও কলম্বোতে নিজেদের শততম টেস্ট স্মরণীয় করে রাখতে ভান্ডারের সেরাটা দিতে চাইবে মুশফিকুর রহিমের দল এ প্রত্যাশা সবার।
বিষয়: বিবিধ
৮২৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন