লাল সবুজ ট্রেন এবার রাজশাহী-খুলনায়
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৩ মার্চ, ২০১৭, ০৫:১৯:০৫ বিকাল
বর্তমান গণতান্ত্রিক সরকারের রাষ্ট্রীয় মালিকানাধীন গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে গৃহিত নানা সময়োপযোগী উদ্যোগের সুফল পেতে শুরু করেছে দেশের জনগণ। বিশেষ করে চলতি মেয়াদে গৃহিত নানা উন্নয়ন পরিকল্পনায় রাষ্ট্রীয় মালিকানাধীন গণপরিবহন ব্যবস্থার অন্যতম খাত রেল যোগাযোগে সূচিত হয়েছে বৈপ্লবিক পরিবর্তন, প্রতিনিয়তই বদলে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এরই ধারাবাহিকতায় লাল সবুজের ট্রেন এবার ছুটবে রাজশাহী-খুলনা রুটে। পুরনো নাম কপোতাক্ষ এক্সপ্রেস নামে চললেও বদলে যাবে ট্রেনের সব বগি। যুক্ত হবে অত্যাধুনিক বিলাসবহুল এসি চেয়ার ও এসি বাথ। আগামী ১৯ মার্চ থেকে ট্রেনটি নতুন লাল সবুজ বগি নিয়ে চলবে। এরই মধ্যে ট্রেনটির জন্য ভারত থেকে আমদানি করা হয়েছে ১২টি বগি। একটি এসি বগিতে চেয়ার আসন থাকবে ৭৮টি। আর এসি বাথ স্লিপার থাকবে ২৪টি। নন-এসি ১০টি বগির প্রতিটিতে আসন থাকবে ১০৫টি করে। রাজশাহী রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে রাখা বগিগুলো এখন উদ্বোধনের প্রহর গুণছে। নতুন বগি সংযোজিত হলে আগের চেয়ে প্রায় দ্বিগুণ যাত্রী এই ট্রেনে যাতায়াত করতে পারবে। এর আগে রাজশাহী-ঢাকা রুটের পদ্মা, সিল্কসিটি ও ধূমকেতু এক্সপ্রেসের পুরনো বগি বদলে লাগানো হয়েছে বিলাসবহুল নতুন লাল সবুজ ট্রেনের বগি। রাজশাহী-ঢাকা রুটের বাইরে এবারই প্রথম রাজশাহী-খুলনা রুটে লাল সবুজ বগি যুক্ত হচ্ছে। সরকারের এ ধরণের নানা সময়োপযোগী উদ্যোগের ধারাবাহিকতায় অব্যাহত থাকবে দেশের উন্নয়ন অগ্রযাত্রা– এটাই সকলের প্রত্যাশা।
বিষয়: বিবিধ
৯৮৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন