বেকারদের আত্মবিশ্বাসী করে গড়ে তোলার লক্ষ্যে কক্সবাজারে হচ্ছে কারিগরি শিক্ষার বৃহৎ প্রশিক্ষণ কেন্দ্র
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৬ মার্চ, ২০১৭, ০৩:৫৭:০৫ দুপুর
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজারের পর্যটন ব্যবস্থাকে আরও আকর্ষণীয় করে তোলা, হোটেল ম্যানেজমেন্ট ও ট্যুরিজম খাতে আরও দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে কক্সবাজারে হচ্ছে কারিগরি শিক্ষার বৃহৎ প্রশিক্ষণ কেন্দ্র। নতুন নতুন বিষয় এই ট্রেনিং সেন্টারে খোলা হবে। এটি হবে কারিগরি শিক্ষার একটি ‘সেন্টার অব এক্সিলেন্স’। প্রশিক্ষণ কেন্দ্রটি প্রতিষ্ঠিত হলে সেখান একসঙ্গে প্রায় ১০ হাজার প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়া যাবে। এটি স্থাপনের জন্য প্রাথমিকভাবে কক্সবাজার শহরের রুমালিয়াছড়া এলাকার ‘কক্সবাজার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে’র (টিএসসি) তিন একর জমি নির্বাচন করা হয়েছে। এটির নাম হবে ‘জাতীয় কারিগরি শিক্ষক লিডারশিপ ট্রেনিং সেন্টার’। আধুনিক কী কী কোর্স সেখানে চালু করা যায়, অত্যাধুনিক কী কী যন্ত্রপাতি সেখানে বসানো যায়, এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এই কেন্দ্রে গতানুগতিক কারিগরি শিক্ষা নয়, আন্তর্জাতিক মানের কারিগরি শিক্ষা দেওয়া হবে যেন এখান থেকে পাস করে বেরিয়ে সকলে আন্তর্জাতিক চাকরির বাজারে দক্ষতা নিয়ে প্রবেশ করতে পারেন। রুমালিয়াছড়া সড়কে অবস্থিত কক্সবাজার টিএসসি ৩ দশমিক শূন্য ৯ একর জমির ওপর স্থাপিত। প্রতিষ্ঠানটির দক্ষিণ পাশে প্রায় ১ দশমিক ৫ একর জমিতে প্রাক্তন সুপার কোয়ার্টার, স্টাফ কোয়ার্টার ও ছাত্রাবাস রয়েছে। বর্তমান এ ভবনগুলোর সবই পরিত্যক্ত। পরিত্যক্ত এ জমিতেই ‘জাতীয় কারিগরি শিক্ষক লিডারশিপ ট্রেনিং সেন্টার’ গড়ে তোলার প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে। এ প্রকল্পের মূল কাজ হলো, দেশের স্বল্প শিক্ষিত তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল হিসেবে তৈরি করা ও সনদ অর্জনের সুযোগ করে দেওয়া। কক্সবাজারের এ প্রতিষ্ঠানে যেসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে তার মধ্যে রয়েছে_ হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ট্যুরিজম, ফুড অ্যান্ড নিউট্রিশনস, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স (সিভিল কনস্ট্রাকশন), প্ল্যাম্বিং, মোটরসাইকেল সার্ভিসিং, ব্লক-বাটিক অ্যান্ড স্ক্রিন প্রিন্টিং, সুইং মেশিন অপারেশন, টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিংসহ আরও নানা বিষয়। প্রকল্পটির সফল বাস্তবায়ন হলে একদিকে যেমন বেকার যুবকদের কর্মসংস্থান হবে তেমনি দেশ অর্থনীতিক দিক দিয়ে আরও স্বাবলম্বী হবে।
বিষয়: বিবিধ
৮২৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন