জুতা উৎপাদনে বিশ্বে বাংলাদেশ অষ্টম
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৮ ফেব্রুয়ারি, ২০১৭, ০৫:৪৮:০৯ বিকাল
দেশের দ্বিতীয় রফতানি খাত হিসেবে চামড়াজাত খাত ক্রমাগতভাবে এগিয়ে যাচ্ছে। চামড়াজাত পণ্যের বাজারে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর চামড়াজাত পণ্য এখন বাংলাদেশেই প্রস্তুত হচ্ছে। ওয়ার্ল্ড ফুটওয়্যার ইয়ারবুক ২০১৬-এর প্রতিবেদনের তথ্য অনুযায়ী জুতা উৎপাদনে বিশ্বের অষ্টম স্থানে রয়েছে বাংলাদেশ। এক বছরে ৩৫ কোটি জোড়া জুতা তৈরি করেছে বাংলাদেশ। ২০১৫-১৬ অর্থবছরে চামড়াজাত পণ্য রফতানি করে ১১৬ কোটি ৯ লাখ ৫০ হাজার মার্কিন ডলার আয় হয়েছে। গত সাড়ে চার দশকে দেশের চামড়া খাতের রপ্তানি প্রায় ৭১গুণ বৃদ্ধি পেয়েছে। উৎপাদনের এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে আগামী ১০ বছরে চামড়া ও পাদুকাসহ চামড়াজাত পণ্যের বাজারে বিশ্ব অর্থনীতিতে অন্যতম প্রতিযোগী দেশ হবে বাংলাদেশ।
বিষয়: বিবিধ
৮৫২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন