আসুন জানি

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৩ ফেব্রুয়ারি, ২০১৭, ০৩:৪৭:২৪ দুপুর



আমাদের দেশে এখন মোবাইল ব্যবহারকারীর সংখ্যা প্রায় সাড়ে ১৩ কোটি। সাড়ে ১৩ কোটি মানুষ সবাই যে শিক্ষিত বা মোবাইল সম্পর্কে ভাল ধারনা আছে তা কিন্তু নয়। দিন মজুর থেকে শুরু করে দেশের শীর্ষ স্থানের সব মানুষই আছেন। তাই জানি নিজেদের প্রয়োজনেই অপরিচিত নম্বর থেকে কোন কল আসলে করনীয় সম্পর্কে। অপরিচিত নম্বর থেকে কম বেশি সকলের নাম্বারেই কল আসে না । তবে অপরিচিত নম্বর থেকে আসা বিশেষ কিছু কল সকলের জন্য বিপদ ডেকে আনতে পারে। একবার ভুল করে রিসিভ করলে কিংবা কল ব্যাক করলেই চরম বিপদে পড়ার আশঙ্কা রয়েছে। জেনে নেয়া যাক সেরকম কিছু বিপদসঙ্কুল নম্বর। মোবাইল ফোন গ্রাহকদের অনেকেই +375602605281, +37127913091, +37178565072 +56322553736 +37052529259 +255901130460 এই রকম কিছু নম্বর থেকে মিস্ কল আসার শিকার হয়েছেন। অথবা এমন কিছু নম্বর যার শুরুতে +375 +371 +381। এই রকমের নম্বর থেকে একটা মিসড কল হলে অথবা কিছুক্ষণ রিং বেজে বন্ধ হয়ে গেলে, আপনি যদি কল ব্যাক করেন তবে বিপদ। আপনার ব্যালেন্স থেকে 15-30$ কেটে নেওয়া হবে, আর তিন সেকেন্ডের মধ্যে আপনার কনট্যাক্ট লিস্টের সম্পূর্ণ কপি তাদের কাছে পৌঁছে যাবে। আপনার ফোনে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস্ অথবা ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ডের তথ্য সেভ করা থাকে তবে সেগুলোও তারা কপি করতে সক্ষম হবে। এই সকল ফোন সাধারণত: ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা করে থাকে। তাই সাবধান! ভুল করেও ফোন রিসিভ করবেন না কিংবা কল ব্যাক করবেন না। তাছাড়া আপনার ফোন থেকে কখনও #90 ও #09 প্রেস করবেন না। কোনো নম্বর থেকে ফোন করে আপনাকে প্রলোভনমূলক কোনো কথা বলে যদি #90 ও #09 চাপতে বলা হয়, দয়া করে তা কখনো্ই করবেন না। এতে আপনার ফোনের সিম কার্ড ক্লোনিং করে, আপনার নম্বরের আর একটি সিম কার্ড বানিয়ে নেবে তারা। তারপর আপনার নম্বর ব্যবহার করে জঙ্গিগোষ্ঠীগুলো বিভিন্ন অসামাজিক কাজ করবে, যার বিন্দুমাত্রও আপনি টের পাবেন না।

বিষয়: বিবিধ

৮৮৩ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381996
২৩ ফেব্রুয়ারি ২০১৭ রাত ১০:০২
মোঃ মাকছুদুর রহমান লিখেছেন : জনসচেতনত মূলক লেখা।
অনেক অনেক ধন্যবাদ!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File