ক্ষুদে রোলবল খেলোয়াড় হৃদয়ের গল্প

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২১ ফেব্রুয়ারি, ২০১৭, ০৭:১৫:৩৯ সন্ধ্যা



স্বপ্ন দেখতে কে না ভালোবাসে। তেমনি আজ আমি এমন এক ক্ষুদে খেলোয়াড়ের কথা বলব যার সম্পর্কে হয়তো অনেকেরই জানা নেই। নাম তার হৃদয় হোসেন। দরিদ্র পরিবারের সন্তান। মাঠেই ঘোরাফেরা। আর ফেরি করা ছিল তার সামান্য আয়ের পথ। যারা স্কেটিং খেলতেন তাদের দিকে তাকিয়ে থাকতেন হৃদয়। স্কেটিংয়ের প্রতি হৃদয়ের আগ্রহ দেখে একদিন স্কেটিং কোচ আশরাফুল আলম মাসুম হৃদয়কে ডেকে মাঠে বসিয়ে দেন। স্কেটিং খেলার জন্য স্কেট এনে দেন। যারা স্কেটিং করতো তাদের ক্রীড়া সামগ্রী পাহারা দেয়ার দায়িত্ব ছিল হৃদয়ের। সুযোপ পেলেই কোচ মাসুম হৃদয়কে স্কেট পরিয়ে নামিয়ে দিতেন। ভালোই খেলতো হৃদয়। কোচের চোখে পড়ল হৃদয় অনেক সম্ভাবনাময় স্কেটার। তালিম দেয়া হলে জ্বলে উঠতে পারে। কোচ মাসুম ঝুঁকি নিয়ে হৃদয়কে প্রশিক্ষণ দিলেন নিজেদের সঙ্গে রেখে। ৪০ হাজার টাকা মূল্যের স্কেটও এনে দিয়েছিলেন হৃদয়কে। বিরতিহীন প্রশিক্ষণ নিলে মাসুম তাকে বড় আসরে খেলার সুযোগ করে দেন। কে জানতো এই ছেলে একটা সময় জাতীয় পর্যায়ে খেলবে। বিশ্বকাপে খেলবে। সেই ক্ষুদে ফেরিওয়ালা হৃদয় এখন রোলবল বিশ্বকাপ বাংলাদেশ পুরুষ দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। টানা তিনবার জাতীয় চ্যাম্পিয়ন হয়েছে হৃদয়। সোজা কথা না। হৃদয় তার অতীত কর্মজীবন বাদ দিয়ে এখন পুরোপুরি খেলোয়াড়ি জীবনে চলে এসেছে। পথে পথে ঘোরাঘুরি বাদ দিয়ে এখন খেলা আর স্কুল জীবনই তার কাছে গুরুত্বপূর্ণ। মোহাম্মদপুরে ইউসুফ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র সে। এখন হৃদয়ের কাজ পড়ালেখা এবং খেলা। বিশ্বকাপে খেলছে হৃদয়। আগামীতে যখন যুব বিশ্বকাপ রোলবল অনুষ্ঠিত হবে সেখানেও যাওয়ার সুযোগ থাকবে এই স্কেটারের। নিজের উন্নতির সঙ্গে সঙ্গে বাংলাদেশের ভাবমূর্তিও সে বিশ্ব দরবারে উজ্জল করবে এ প্রত্যাশা সবার।

বিষয়: বিবিধ

৮৪৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381970
২১ ফেব্রুয়ারি ২০১৭ রাত ০৮:০৯
হতভাগা লিখেছেন : কুতকুত বিশ্বকাপ কবে হবে ? আমাদের গ্রামগন্জের মেয়েরা ভালই খেলে এই খেলা ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File