শক্ত অবস্থানে বাংলাদেশের 'টাকা'
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১১ ফেব্রুয়ারি, ২০১৭, ০৪:২৮:১৮ বিকাল
মার্কিন ডলার, ব্রিটিশ পাউন্ড, ইউরো, ইউএই দিরহাম সহ বেশ ক’টি দেশের মুদ্রার বিপরীতে এখন শক্ত অবস্থানে 'বাংলাদেশের টাকা'। গত পাঁচ বছরে 'মার্কিন ডলারের' বিপরীতেই টাকার মান বেড়েছে প্রায় 'পাঁচ টাকা'। রেমিট্যান্স আর রপ্তানী আয় বাড়ায় টাকার এই মান উন্নয়ন। বিশ্বজুড়ে চলমান অর্থনৈতিক মন্দা আর ব্রেক্সিটের কারণে ডলারের বিপরীতে পৃথিবীর অনেক দেশের মুদ্রা মান হারিয়েছে। তবে, বাংলাদেশের মুদ্রা বাজারে এর তেমন প্রভাব পড়েনি, বরং 'টাকার মান' আরও শক্তিশালী হয়েছে। ২০১২ সালে 'এক ডলার' কিনতে প্রয়োজন হতো ৮৫ টাকা। বর্তমান লাগছে ৭৯ টাকা ৮৫ পয়সা এবং গত দুই বছর ধরে এই মান স্থিতিশীল রয়েছে। এছাড়াও তৈরি পোশাকখাত সহ রপ্তানী বাণিজ্যে প্রবৃদ্ধি, বৈদেশিক কর্মসংস্থান ও তেলের দাম স্থিতিশীল থাকায় ডলারের বিপরীতে বাংলাদেশের টাকা শক্ত অবস্থানে আছে। বাজারে ডলারের যেন কোন সংকট সৃষ্টি না হয় তা নিশ্চিত করতে গত অর্থবছরে ২শ’ ১৬ কোটি ডলার কিনে রেখেছে বাংলাদেশ ব্যাংক। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
বিষয়: বিবিধ
৮২৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বছর খানেক আগে যে বাংলাদেশ ব্যাংকের সাড়ে ৮ হাজার কোটি টাকা হ্যাক হয়েছে সেটার কি কোন খবর আছে এখন ?
মন্তব্য করতে লগইন করুন