এলইডির আলোয় উজ্জ্বল রাজধানী ঢাকা

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৮ ফেব্রুয়ারি, ২০১৭, ০৪:২৭:২১ বিকাল



ধীরে ধীরে রাজধানীর রাজপথ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে হলদে সোডিয়াম ব্যয়বহুল বাতি। এর বদলে নগরীতে সন্ধ্যার আঁধার ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গেই জ্বলে উঠছে উজ্জ্বল ডিজিটাল এলইডি বাতি। আর এরই মধ্য দিয়ে সোডিয়াম আলোর যুগ থেকে রাজধানী ঢাকা প্রবেশ করছে আধুনিক এলইডি বাতির যুগে। মূলত আধুনিক আলোক-উজ্জ্বল ঢাকা গড়ার প্রত্যয় ও সড়কবাতি ব্যবহার বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ায় দুই সিটি করপোরেশন ঢাকায় লাইট ইমিটিং ডায়োড (এলইডি) সড়কবাতি স্থাপনের উদ্যোগ নিয়েছে। পর্যায়ক্রমে নগরীর অন্যান্য এলাকাগুলোয়ও এলইডি বাতি লাগানো হবে। এরই মধ্যে দক্ষিণ সিটি এলাকায় আড়াই হাজারের বেশি এলইডি বাতি লাগানো হয়েছে আরও চার হাজার চাইনিজ এলইডি বাতি লাগানোর প্রক্রিয়া চলছে। পর্যায়ক্রমে দক্ষিণে ৩৭ হাজার এলইডি বাতি লাগানোর পরিকল্পনা আছে। এছাড়া জাতীয় প্রেস ক্লাবের সামনের কদম ফোয়ারা থেকে কাকরাইল মসজিদ হয়ে রূপসী বাংলা মোড়, জিরো পয়েন্ট থেকে কার্জন হল, ফকিরাপুল থেকে দৈনিক বাংলা মোড় হয়ে রাজউক ভবন, বঙ্গভবনের সামনের সড়ক, বিজয়নগর থেকে পুরানা পল্টন মোড় হয়ে গোলাপ শাহ মাজার, কাকরাইল ক্রসিং থেকে ফকিরাপুল হয়ে আরামবাগ পুলিশ বক্স, গুলিস্তান থেকে ইংলিশ রোড হয়ে সদরঘাট, দক্ষিণ সায়েদাবাদ ও পুরান ঢাকার কয়েকটি এলাকায় এলইডি বাতি লাগানো হবে। এসব ডিজিটাল বাতির স্থায়িত্বকাল সোডিয়াম বাতির তুলনায় ১০ গুণ বেশি। প্রতিটি ডিজিটাল বাতির মধ্যে থাকা ডিভাইস সংযোগ নগর ভবনে স্থাপিত। যা দিয়ে এসব বাতি অন/অফ ও বাতির উজ্জ্ব্বলতা বাড়ানো এবং কমানো যাবে। এলইডি সড়কবাতির ফলে রাতে নির্দিষ্ট এলাকার রাস্তাগুলো আগের চেয়ে বেশি উজ্জ্বল দেখাচ্ছে। এলাকাবাসীও এতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। আইনশৃঙ্খলা বাহিনীও সিসিটিভি ফুটেজে ধারণকৃত অপরাধীদের ছবি স্পষ্টভাবে দেখতে পারবে। এর ফলে রাজধানীতে অপরাধ প্রবণতা অনেকাংশে কমে যাবে।

বিষয়: বিবিধ

৭১৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File