বাড়ছে গৃহ নির্মাণ ঋণের সিলিং
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৪ ফেব্রুয়ারি, ২০১৭, ০৬:৩০:২২ সন্ধ্যা
যুগের সাথে তাল মিলিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য গৃহ নির্মাণ ঋণের সিলিং বৃদ্ধি করা হচ্ছে। এই পর্যায়ে জেলা-উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের গৃহ নির্মাণ ঋণ বিদ্যমান এক লাখ ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ করা হচ্ছে। অন্য দিকে বিভাগীয় শহরে কর্মরতদের জন্য যৌক্তিক হারে ঋণ বাড়ানো হবে। শুধু তাই নয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গ্রুপভিত্তিক গৃহ নির্মাণ ঋণের সিলিং নির্ধার করা
হচ্চে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গৃহ নির্মাণ ঋণের সিলিং যৌক্তিক পর্যায়ে বৃদ্ধির লক্ষ্যে কমিটি গঠন করা হয়েছে। প্রায় ১৫ লাখ সরকারি কর্মচারীর একটি বড় অংশ ঢাকা বা অন্যান্য মহানগরীর বাইরে বসবাস করেন। বর্তমানে নির্ধারিত গৃহঋণ বাবদ এক লাখ ২০ হাজার ঢাকার সিলিং বৃদ্ধি করে জেলা-উপজেলাসহ মাঠপর্যায়ে কর্মরত কর্মচারীদের যদি ১০ লাখ টাকা প্রদান করা সম্ভব হয় তবে তা ওই পর্যায়ে একজন সরকারি কর্মচারীর জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসতে পারবে। একইভাবে বিভাগীয় শহর ও মহানগরগুলোতে বসবাসকারী কর্মকর্তা-কর্মচারীদের গৃহনির্মাণের বিষয়টি যৌক্তিকভাবে নির্ধারণ করা এখন সময়ের দাবি। মূল বেতনের তিন ভাগের এক ভাগ কেটে নেয়া যৌক্তিক হবে। তবে যেহেতু এখন ৫০ ভাগ পেনশন গ্রহণের বাধ্যবাধকতা পুনবর্তন করা হয়েছে, সেহেতু গ্র্যাচুইটির একটি নির্দিষ্ট অংশকে ঋণ পরিশোধের ক্ষেত্রে বিবেচনায় নিয়ে সিলিং নির্ধারণ করা করা হবে। নবীন কর্মকর্তা-কর্মচারীদের জন্য গৃহঋণ সুবিধার আওতায় চাকরি জীবনের শুরুতেই একটি বাসস্থানের সংস্থান সম্ভব হলে সরকারি চাকরিতে মেধাবীরা আকৃষ্ট হবে। এ ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠান হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের সাথে চুক্তির মাধ্যমে ঋণকার্যক্রম পরিচালনা করা যায় কি না তা পরীক্ষা করে দেখা হচ্ছে। তবে সরকারি চাকরিজীবীদের গৃহ নির্মাণের দেশী উৎসের পাশাপাশি বিদেশী উৎস থেকে ঋণ নেয়া যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতনের ওপর ভিত্তি করে বিদ্যমান ২০টি গ্রেডকে কয়েকটি গ্রুপে যৌক্তিকভাবে বিন্যস্ত করে গ্রুপভিত্তিক ঋণের সিলিং নির্ধারণ করা হচ্ছে। ঋণ পরিশোধের ক্ষেত্রে মাসিক কিস্তি এমনভাবে নির্ধারণ করা হবে, যাতে করে গৃহ নির্মাণ বাবদ গৃহীত ঋণের অপরিশোধিত অংশ পরিশোধের ক্ষেত্রে কোনো কর্মকর্তা-কর্মচারী অবসর গ্রহণের সময় প্রাপ্য গ্র্যাচুইটির একটি নির্দিষ্ট অংশের বেশি না হয়। সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের ভবিষ্যৎ চিন্তা করে বাড়ানো হচ্ছে গৃহ নির্মাণ ঋণের সিলিং।
বিষয়: বিবিধ
১০০৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন