নীরবে শিল্পের বিকাশ
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ৩১ জানুয়ারি, ২০১৭, ০৩:৫৭:১৯ দুপুর
রাজনৈতিক স্থিতিশীলতা ব্যবসা-বাণিজ্য ও শিল্প বিকাশের প্রধান শর্ত। অর্থনীতির চাকা পজিটিভলি ঘুরতে সাহায্য করে স্থিতিশীলতা। আড়াই তিন দশক আগেও উত্তরাঞ্চল বিদেশী ও অন্য এলাকার মানুষ মহাসড়কের দু’পাশে বেকার মানুষের জটলা কিংবা সবুজ শস্যক্ষেত দেখা যেত। কিন্তু এখন সেই দৃশ্যপট বদলে গিয়ে বঙ্গবন্ধু সেতু থেকে সিরাজগঞ্জ মোড় হয়ে মহাসড়কটি যখনই রংপুরমুীখ হয়েছে-তখন থেকেই রাস্তার দু’পাশে চোখে পড়ছে বড় বড় শিল্পের অবকাঠামো। সড়ক-মহাসড়কে চলাচল ও যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হওয়া সত্ত্বেও এই অঞ্চলের শিল্প-উৎপাদন, পণ্য পরিবহন সরকারের নির্দেশনায় প্রশাসনিক ভাবে মোকাবেলা করায় বর্তমানে শিল্প ও বাণিজ্য সেক্টর আবারও কর্মচঞ্চল হয়ে উঠেছে। নব্বই-এর রাজনৈতিক পট-পরিবর্তনের পর থেকে আড়াই দশকে মঙ্গা ও কৃষিজ এলাকা হিসেবে চিহ্নিত উত্তরাঞ্চলে নীরবে শিল্প বিপ্লবই শুধু নয়, রীতিমত শিল্প বিস্ফোরণ ঘটে গেছে। এ অভিমত এখন এই অঞ্চলের শিক্ষিত ও তুলনামূলক ভাবে তরুণ ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা, ব্যবসায়ী, ব্যাংকার ও রাজনীতিবিদসহ সবার। বিশিষ্ট চেম্বার নেতৃবৃন্দ, নতুন শিল্পোদ্যোক্তা এবং বিশিষ্ট ব্যাংকারদের সাথে আলাপ করে জানা গেছে, কৃষি, চিকিৎসা, শিক্ষা সেক্টর ছাড়া শুধু শিল্প ও পর্যটন ক্ষেত্রেই আর্থিক বিনিয়োগের পরিমাণ অনেক আগেই হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, পোল্ট্রি, কৃষি-মৎস্য-ডেইরী, শিক্ষা ও চিকিৎসা খাতের বাইরে হোটেল-মোটেল, বেকারী, অটোরাইস-ফ্লাওয়ার মিল, জুট-ব্যাগ, রাইস ব্রান-মাস্টার্ড ওয়েল, পোল্ট্রি-ডেইরী-ফিসমিল এবং মেটাল ইনিঞ্জনিয়ারিং সেক্টরে ইতোমধ্যেই বিনিয়োগের টাকার অংক হাজার কোটি ছাড়িয়ে গেছে। বেশ কয়েকটি পেপার মিলের উৎপাদিত উন্নত মানের নিউজপ্রিন্ট কাগজেই এখন স্থানীয় দৈনিক পত্রিকা ছাপা হচ্ছে। ক্ষুদ্র ও মাঝারী ধরনের প্রকৌশল কারখানায় উৎপাদিত লৌহজাত পণ্য দেশের চাহিদা মিটিয়ে সার্কভুক্ত দেশগুলোতেও রফতানী হচ্ছে। মোট কথা নীরবেই এই এলাকায় শুধু শিল্পের বিকাশই নয়, বরং বিস্ফোরণ ঘটে গেছে।
বিষয়: বিবিধ
৭৯৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন