একপাশে মিয়ানমার, অন্যপাশে বাংলাদেশের বিশাল নেটং পাহাড়ের আকর্ষণে ‘জালিয়ার দ্বীপ’
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২০ জানুয়ারি, ২০১৭, ০৫:৪০:৫৭ বিকাল
জালিয়ার দ্বীপ। নাফ নদীর বুকে প্রাকৃতিক সৌন্দর্য্যের অপার সম্ভার নিয়ে জেগে আছে বাংলাদেশের এক টুকরো ভূখন্ড। অনন্য সুন্দর এই দ্বীপটি ঘিরে সম্প্রতি উন্নয়নের মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নেটং পাহাড়ের কাছে নাফ নদীর মাঝখানে অবস্থিত দ্বীপটিতে এখনো পর্যন্ত কোন জনবসতি গড়ে উঠেনি। আপাতত ছোট ডিঙি নৌকা নিয়েই ওই দ্বীপে মানুষের যাতায়াত। জালিয়ার দ্বীপের ২৭১.৯৩ একর জায়গাজুড়ে গড়ে তোলা হচ্ছে ‘নাফ ট্যুরিজম পার্ক’। পর্যটনের আধুনিক সব রকমের সুযোগ-সুবিধাই যুক্ত হবে এখানে। এছাড়া জালিয়ার দ্বীপে যাতায়াতের জন্য কক্সবাজার-টেকনাফ মহাসড়ক সংলগ্ন স্থলবন্দরের পাশ দিয়ে একটি আকর্ষনীয় ঝুলন্ত সেতু নির্মাণ হবে। নদীর উপর ও খোলা আকাশের নিচে ঝুলে থাকা সেতুটি হেঁটে পার হয়ে পর্যটকরা প্রকৃতির নয়াভিরাম দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছে যাবেন জালিয়ার দ্বীপে। এছাড়াও দ্বীপটিতে গড়ে তোলা হবে রিসোর্ট, ক্যাবল কার, ওশনেরিয়াম, ভাসমান রেস্টুরেন্ট, কনভেনশন সেন্টার, সুইমিং পুল, ফান লেক, অ্যাকুয়া পার্ক, ফিশিং জেটি, এমিউজমেন্ট পার্ক, শিশু পার্ক, ওয়াটার স্পোর্টস, ক্রুজ-লাইন প্রভৃতি। এর ফলে টেকনাফ ও আশেপাশের এলাকায় অর্থনৈতিক কর্মকান্ড বাড়বে। ইতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্যেও। একপাশে মিয়ানমার, অন্যপাশে বাংলাদেশের বিশাল নেটং পাহাড়ের আকর্ষণে ছোট্ট এই ভূ-খন্ড মুখর করে রাখবে দেশি-বিদেশি পর্যটকরা।
বিষয়: বিবিধ
৯৬১ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মায়ানমার জানতে পারলে দখল নিয়ে নেবে ।
মন্তব্য করতে লগইন করুন